1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালীন অলিম্পিকে জার্মানির সাফল্য

১৬ ফেব্রুয়ারি ২০১০

মঙ্গলবার ভ্যানকুভারে জার্মানির স্বর্ণপদকের মধ্য দিয়ে শীতকালীন অলিম্পিকের ইতিহাসে রাশিয়ার কাছ থেকে সবচেয়ে সফল দেশের সম্মান ছিনিয়ে নিল জার্মানি৷

https://p.dw.com/p/M3O5
মাগডালেনা নয়নারছবি: AP

১৯২৪ সালে শীতকালীন অলিম্পিক শুরু হওয়ার পর থেকে সম্মিলিত পদক তালিকার শীর্ষে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও তারপর রাশিয়া৷ মঙ্গলবার বায়াথলনে জার্মানির মাগডালেনা নয়নার-এর জয়ের ফলে জার্মানির ভাণ্ডারে সব মিলিয়ে ১২১টি স্বর্ণপদক জমা হল – যা রাশিয়ার তুলনায় বেশী৷ ২১টি শীতকালীন অলিম্পিকের আসরে জার্মানি সব মিলিয়ে ১২১টি স্বর্ণ, ১২০টি রৌপ্য ও ৯৫টি ব্লোঞ্জ পদক পেয়েছে৷ এর পরেই যথাক্রমে রাশিয়া ও নরওয়ের স্থান৷

শীতকালীন অলিম্পিকে বায়াথলন বেশ কঠিন এক ক্ষেত্র৷ ১০ কিলোমিটার ক্রস-কান্ট্রি স্কিইং এবং রাইফেল শুটিং – এই দুটি ক্ষেত্রেই পর পর অংশ নিতে হয় অ্যাথলিটদের৷ নরওয়ের সৈন্যদের অনুশীলনের সময় এই দুটি ক্ষেত্রে পারদর্শিতার পরীক্ষা নেওয়া হত৷ সেখান থেকেই বায়াথলনের জন্ম৷

জার্মানির ২৩ বছর বয়স্ক অ্যাথলিট মাগডালেনা নয়নার মঙ্গলবার স্কিইং-র ক্ষেত্রে ভালোই ফলাফল করলেও শুটিং করতে গিয়ে দু'বার ভুল করে ফেলেছিলেন৷ কিন্তু সামগ্রিক ফলাফল অত্যন্ত ভালো হওয়ায় জয়ের স্বাদ পেয়েছেন তিনি৷

প্রতিবেদক: সঞ্জীব বর্মন, সম্পাদনা: আরাফাতুল ইসলাম