মাক্রোঁর সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভে নিহত এক
১৯ নভেম্বর ২০১৮শনিবার দিন-রাত চলা বিক্ষোভে প্রায় দুই লক্ষ ৮৮ হাজার মানুষ অংশ নেন বলে স্থানীয়এক বেতারকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানের৷ দুই হাজারের বেশি স্থানে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়৷ বিক্ষোভকারীরা ‘ইয়েলো ভেস্ট' পরে প্রতিবাদে অংশ নেন৷ তাঁরা মোটরওয়ে থেকে বাহির হওয়ার পথ, জ্বালানি ডিপো ও গোলচত্বর এলাকায় বিক্ষোভ করেন৷
এই সময় দক্ষিণ-পূর্বের এক শহরে অসুস্থ মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সময় এক নারীর গাড়ি ঘিরে ধরেন বিক্ষোভকারীরা৷ তাঁরা গাড়ির উপর উঠে লাফাতে থাকলে ঐ নারী ভয় পেয়ে যান৷ এই অবস্থায় তিনি গতি বাড়িয়ে জনতার উপর গাড়ি তুলে দেন৷ ফলে ৬৩ বছরের এক নারী প্রাণ হারান৷ চারশ'র বেশি আহত হন, যার মধ্যে ১৪ জনের অবস্থা গুরুতর৷
রবিবার ঐ নারী চালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ তারপর তাকে শর্তসাপেক্ষে জামিন দেয়া হয়৷
স্বরাষ্ট্রমন্ত্রী কাস্টানের জানান, প্রায় সাড়ে তিন হাজার বিক্ষোভকারী শনিবার সারারাত বিক্ষোভ করেন৷ সেদিন প্রায় দেড়শ' জনকে গ্রেপ্তার করা হয় বলেও জানান তিনি৷
এরপর রবিবার প্রায় ৪৬ হাজার বিক্ষোভকারী প্রতিবাদে অংশ নেন৷ সোমবারও বিক্ষিপ্তভাবে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে৷
এদিকে, রবিবার সন্ধ্যায় ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়া ফিলিপ জানিয়েছেন, জ্বালানির উপর কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরকার সরে আসবে না৷
তবে বিক্ষোভের আভাস পেয়ে প্রেসিডেন্ট মাক্রোঁ গত সপ্তাহে বলেছিলেন, পুরনো জ্বালানি বেশি ব্যবহৃত হয় এমন গাড়ি পরিবর্তন করতে সরকার প্রত্যেক দরিদ্র পরিবারকে চার হাজার ইউরো করে অনুদান দেবে৷
উল্লেখ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি আনতে মাক্রোঁ বিভিন্ন আর্থিক সংস্কার করে যাচ্ছেন৷ তবে এতে তাঁর জনপ্রিয়তা দিন দিন কমছে৷ ৯ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ১,৯৫৭ জনের উপর পরিচালিত এক জরিপে দেখা গেছে, মাক্রোঁর জনপ্রিয়তা চার পয়েন্ট কমে ২৫ শতাংশে দাঁড়িয়েছে৷
এছাড়া আরেক জরিপে অংশ নেয়া প্রায় ৬২ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, তাঁদের কাছে দ্রুত নবায়নযোগ্য জ্বালানি যুগে প্রবেশের চেয়ে ক্রয়ক্ষমতা বাড়া বেশি গুরুত্বপূর্ণ৷
জেডএইচ/এসিবি (এএফপি, এপি, রয়টার্স, ডিপিএ)