1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মাক্রোঁর উপর হামলার পরিকল্পনার অভিযোগে ছয়জন গ্রেপ্তার

৭ নভেম্বর ২০১৮

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর উপর হামলার পরিকল্পনার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাঁরা উগ্র ডানপন্থি দলের সদস্য বলে নিরাপত্তা সূত্রগুলো বলছে৷

https://p.dw.com/p/37nZs
Anschlagspläne auf Macron
ছবি: Reuters/E. Laurent

ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা দেশটির তিন অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করেছে৷ ফ্রান্সের প্রেসিডেন্টের উপর ‘সহিংস হামলার' পরিকল্পনা করা হচ্ছে, এমন তথ্য পাওয়ার পর তাদের আটক করা হয়৷

আটক ছয়জনের মধ্যে একজন নারী, বাকিরা পুরুষ৷ তাদের বয়স ২২ থেকে ৬২-র মধ্যে৷

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্টানেয়ার সাংবাদিকদের জানান, অভিযুক্তরা উগ্র ডানপন্থি দলের সদস্য বলে মনে করা হচ্ছে৷ কর্তৃপক্ষ এই গোষ্ঠীর কাছ থেকে ‘হুমকি'র আশঙ্কা করছিল বলেও জানান তিনি৷

আটককৃতদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে৷

উল্লেখ্য, প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির একশ বছর উপলক্ষ্যে ফ্রান্সে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অন্যান্য বিশ্ব নেতৃবৃন্দের উপস্থিত থাকার কথা রয়েছে৷

এর আগে গত বছর জুলাইতেমাক্রোঁকে হত্যার পরিকল্পনার অভিযোগে ২৩ বছর বয়সি এক ব্যক্তিকে আটক করা হয়েছিল৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য