মাক্রোঁর পরিকল্পনায় ম্যার্কেলের সমর্থন
১৩ নভেম্বর ২০১৮তবে মঙ্গলবার ইউরোপীয় সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি মাক্রোঁর পরিকল্পনার প্রতি সমর্থন জানান৷ ‘‘একদিন একটি প্রকৃত ইউরোপীয় সেনাবাহিনী তৈরি করতে আমাদের কাজ করা উচিত,'' স্ট্রাসবুর্গে ইইউ সাংসদদের উদ্দেশ্যে বলেন তিনি৷ ম্যার্কেল বলেন, ‘‘একটি একক ইউরোপীয় সেনাবাহিনী বিশ্বকে দেখিয়ে দেবে যে, ভবিষ্যতে ইউরোপের দেশগুলোর মধ্যে আর কোনো যুদ্ধ হবে না৷'' এই সেনাবাহিনী ন্যাটোর বিকল্প হবে না বলেও আশ্বস্ত করেন জার্মান চ্যান্সেলর৷ বরং ইউরোপীয় সেনাবাহিনী ন্যাটোর কাজে সহায়তা করবেন বলে মন্তব্য করেন তিনি৷
উল্লেখ্য,মাক্রোঁর ইইউ সেনাবাহিনী গঠনের প্রস্তাব ন্যাটো জোটকে ম্লান করতে পারে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরই এমন এক বাহিনীর প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এমানুয়েল মাক্রোঁ৷ ‘‘আমাদের এমন ইউরোপ দরকার যে, যুক্তরাষ্ট্রের উপর নির্ভর করা ছাড়া একাই নিজেকে রক্ষা করতে সক্ষম,'' সম্প্রতি বলেছিলেন তিনি৷
এর আগেও মাক্রোঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে একমত হয়েছিলেন ম্যার্কেল৷ যেমন গত জুন মাসে ইইউতে আর্থিক ও ব্যাংকিং খাতে সংস্কার আনার বিষয়ে একমত হয়েছিলেন এই দুই নেতা৷ এর মধ্যে দু'টি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ২০২১ সাল থেকে ইউরোজোনের জন্য বাজেট এবং একক ব্যাংকিং নীতিমালা তৈরি৷ইউরোপীয় সংসদে দেয়া বক্তব্যে ম্যার্কেল ভবিষ্যৎ ইউরোপের রূপরেখা কেমন হওয়া উচিত সে সম্পর্কে কথা বলেন৷
ইউরোপীয় ইউনিয়নে মৌলিক সংস্কার আনা নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক আলোচনা হচ্ছে৷ ফ্রান্সের প্রেসিডেন্ট মাক্রোঁসহ প্রায় ১১ জন রাষ্ট্রপ্রধান গত কয়েকমাসে ইইউ সংসদে এই বিষয়ে বক্তব্য রেখেছেন৷
আঙ্গেলা ম্যার্কেল এমন এক সময়ে বক্তব্য রাখলেন যখন ব্রিটেন ইইউ থেকে বের হয়ে যাচ্ছে৷ এবং ইটালি, হাঙ্গেরি, পোল্যান্ড ও অস্ট্রিয়াতে ইইউ বিরোধী শক্তি বিস্তার লাভ করছে৷
এছাড়া ম্যার্কেল নিজেও সম্প্রতি জানিয়েছেন তিনি তাঁর দল খ্রিষ্টীয় গণতন্ত্রী পার্টি, সিডিইউ-র প্রধান হিসেবে আর নির্বাচন করবেন না৷ তবে চ্যান্সেলর হিসেবে মেয়াদ শেষ করতে চান তিনি৷
জেডএইচ/ডিজি (ডিপিএ, রয়টার্স)