1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিট জিতল, জনসন গেলেন... এবার?

১ জুলাই ২০১৬

ব্রাসেলসে সরকারিভাবে ব্রেক্সিটের আবেদন দাখিল করবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী, কেননা ডেভিড ক্যামেরন বিদায় নিচ্ছেন৷ এবার বরিস জনসনও বিদায় নিলেন৷ বাকি রইলেন মাইকেল গোভ, টেরেসা মে...৷

https://p.dw.com/p/1JHHZ
Großbritannien Boris Johnson
ছবি: Reuters/M. Turner

কনজারভেটিভ দলের নেতৃত্বের জন্য যে পাঁচজন প্রার্থী নাম লিখিয়েছেন, তাদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে-ই আপাতত এগিয়ে রয়েছেন৷ ব্রেক্সিট ভোটের আগে তিনি ‘রিমেইন' তরফে, অর্থাৎ ইইউ-তে থাকার পক্ষে ছিলেন৷ তবে এ-ও বলেছেন যে ভোটের ফলাফল তিনি মেনে চলবেন৷ তিনি আরো বলেছেন যে, প্রধানমন্ত্রী হলে, আগামী বছরের আগে বাস্তব ‘এক্সিট' প্রক্রিয়া শুরু করবেন না৷ কনজারভেটিভ নেতৃত্বের দৌড়ে টেরেসা মে'র নিকটতম প্রতিদ্বন্দ্বি মাইকেল গোভ-ও বলেছেন, তিনি কোনো সময়সূচিতে আবদ্ধ হবেননা, বরং ইইউ ত্যাগ সংক্রান্ত আলাপ-আলোচনা তখনই শুরু করবেন, যখন তা ‘ব্রিটেনের পক্ষে উপযুক্ত' হবে৷

কিন্তু ব্রেক্সিট বাস্তবে পরিণত হবার আগেই বাস্তবে তার ফলশ্রুতি দেখা দিতে শুরু করেছে, যার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক হলো ব্রিটেনে বিদেশি-বহিরাগতদের প্রতি তথাকথিত ‘হেট-ক্রাইম' বা বিদ্বেষ ও বৈষম্যমূলক আচরণের ঘটনা বৃদ্ধি৷ পুলিশ রিপোর্ট অনুযায়ী, ব্রেক্সিট ভোট হওয়ার পর ‘রেস-হেট' অর্থাৎ জাতিবিদ্বেষ সংক্রান্ত অভিযোগের সংখ্যা পাঁচগুণ বেড়েছে৷ ম্যানচেস্টারের একটি ট্রামে এ ধরনের একটি দৃশ্য ভিডিও হিসেবে সোশ্যাল মিডিয়াকে সচকিত করেছে৷

দৃশ্যত ব্রিটেনের ইইউ-এর সঙ্গে ‘বিচ্ছেদের' সরকারি কাগজপত্র দাখিল করতে, অর্থাৎ লিসবন চুক্তির ৫০ নম্বর সূত্রটি সক্রিয় করতে কোনো তাড়া নেই৷ এমনকি তার আগেই ইইউ'র সঙ্গে ভবিষ্যৎ বাণিজ্য নিয়ে কথা বলতেই বেশি আগ্রহ৷ কিন্তু ইইউ'র বাণিজ্য কমিশনার সেসিলিয়া মাল্মস্ট্র্যোম স্পষ্ট বলে দিয়েছেন, ‘‘আগে তোমরা বেরোও, তারপর আলাপ-আলোচনা হবে৷''

রাজনীতি আগে না বাণিজ্য আগে- এ সমস্যা শুধু বর্তমান ও ভবিষ্যৎ ব্রিটিশ সরকারেরই নয়৷ জার্মান শিল্পবাণিজ্যের ব্রিটেনে বিপুল কর্মকাণ্ড আছে৷

অপরদিকে বহু আন্তর্জাতিক, বহুজাতিক সংস্থা লন্ডন থেকে কিভাবে তাদের ইইউ ব্যবসা চালাবে, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে - যেমন ভোডাফোন৷

এসি/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য