1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গোল্ডেন রাইস'

৯ অক্টোবর ২০১৫

বাংলাদেশের মাটিতে শিগগিরই বিশ্বের প্রথম গোল্ডেন রাইসের পরীক্ষামূলক চাষ শুরু হতে পারে বলে জানা গেছে৷ এই খবরে বাংলাদেশের প্রশংসার পাশাপাশি উঠে এসে পুরনো সেই বিতর্কটি৷ জিএম খাবার – ভালো, নাকি খারাপ?

https://p.dw.com/p/1GlQ4
Golden Rice
ছবি: IRRI Photos/CC BY-NC-SA 2.0

ইংরেজি দৈনিক ‘দ্য ডেইলি স্টার'-এ প্রকাশিত খবর বলছে, আগামী বোরো মরসুমে গোল্ডেন রাইসের পরীক্ষামূলক চাষ শুরুর জন্য সরকারের কাছ থেকে অনুমতি পাওয়া গেছে৷

আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের অন্যতম প্রতিষ্ঠাতা প্যাট্রিক মুর খবরটি টুইটারে শেয়ার করে লিখেছেন, ‘‘বাংলাদেশ এখন জিএম উন্নয়নের ক্ষেত্রে নেতা৷''

উন্নয়নশীল দেশের মানুষের ভিটামিন এ-র অভাব দূর করতে গোল্ডেন রাইস সহায়ক বলে মনে করা হয়৷

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং গেটস ফাউন্ডেশন গোল্ডেন রাইসের সমর্থক৷ তাই এই ধানের উদ্ভাবকদের পুরস্কৃত করে হোয়াইট হাউস৷ আর এই ধানের গবেষণা এগিয়ে নিয়ে যেতে আর্থিক সহায়তা দিয়েছে গেটস ফাউন্ডেশন৷

তবে পরিবেশ ও মানুষের স্বাস্থ্যের জন্য গোল্ডেন রাইস ক্ষতিকর বলে মনে করে গ্রিনপিস৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের শিক্ষক যোবায়ের আল-মাহমুদও জিএম খাবারের সমর্থক নন৷

তবে ডানিয়েল ওকাম্পো মনে করেন, গোল্ডেন রাইস চাষের ব্যাপারে কৃষকদের সিদ্ধান্ত নিতে হবে৷ কোনো সরকার কিংবা বহুজাতিক কোম্পানির কৃষকদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া উচিত হবে না৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

‘গোল্ডেন রাইস' – ভালো, না খারাপ? আপনার কী মনে হয়? জানিয়ে দিন নীচের মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান