1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশে পলাতক ঘাতকরা বাংলাদেশে ফিরছে শীঘ্রই

১৫ আগস্ট ২০১১

বঙ্গবন্ধুর সাতজন ঘাতকের মধ্যে দু'জন নুর চৌধুরী এবং রাশেদ চৌধুরীকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ৷ আর বাকি ঘাতকদের ফিরিয়ে আনতেও জোরদার করা হয়েছে কূটনৈতিক তৎপরতা৷

https://p.dw.com/p/12GrM
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদছবি: Samir Kumar Dey

বঙ্গবন্ধুর ঘাতক ১২ জন আসামিকে দেশের সর্বোচ্চ আদালত ফাঁসির আদেশ দেয়ার পর, গত বছরের জানুয়ারি মাসে পাঁচজনের ফাঁসির আদেশ কার্যকর হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে৷ মৃত্যুদণ্ড প্রাপ্ত সাতজন আসামি এখনো পলাতক৷ পলাতকদের ব্যাপারে পররাষ্ট্র, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রলায়ের সম্বয়ে গঠিত টাস্কফোর্সের তথ্য অনুযায়ী, আজিজ পাশা জিম্বাবোয়েতে পলাতক অবস্থায় মারা গেছেন৷ ভারতে পালিয়ে আছেন ক্যাপ্টেন মাজেদ এবং রিসালদার মুসলেম উদ্দিন৷ নুর চৌধুরী ক্যানাডা এবং রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে রয়েছেন৷ শরিফুল হক ডালিম এবং আব্দুর রশিদের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য নেই টাক্সফোর্সের হাতে৷ আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, আলোচনা এবং সমঝোতার মাধ্যমে নুর চৌধুরী এবং রাশেদ চৌধুরীকে শিগগিরই বাংলাদেশে ফেরত আনা সম্ভব হবে৷ এজন্য আইনজীবীও নিয়োগ করা হয়েছে৷

আর স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন জানিয়েছেন, অন্য পলাতক আসামিদেরও ফেরত আনার চেষ্টা চলছে৷ এজন্য লবিস্টও নিয়োগ করা হয়েছে৷ ভারত বলেছে, ক্যাপ্টেন মাজেদ এবং রিসালদার মুসলেম উদ্দিন সেখানে থাকলে তারা তাদের বাংলাদেশের হাতে ফেরত দেবে৷

এদিকে স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, পলতাকদের অবশ্যই দেশে ফিরিয়ে এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা হবে৷ জানা গেছে, ইতিমধ্যেই বঙ্গবন্ধুর পলাতক ঘাতকের ব্যাপারে ইন্টারপোলে তথ্য পাঠানো হয়েছে৷ জারি করা হয়েছে রেড ওয়ারেন্ট৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য