1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপি যুদ্ধাপরাধীদেরও রক্ষা করতে পারবে না: শেখ হাসিনা

১ আগস্ট ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান ছুঁড়ে ফেলার কথা বলার আগে খালেদা জিয়ার সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেত্রীর পদ থেকে পদত্যাগ করা উচিত ছিল৷

https://p.dw.com/p/127RU
Bangladesh ex-premier Sheikh Hasina Wajed hailed Wednesday her landslide election victory as a vote against "misrule" and urged her bitter rival, who has alleged rampant vote-rigging, to accept the result. Sheikh Hasina's Awami League won 231 out of a possible 300 seats in Monday's ballot, while the Bangladesh Nationalist Party of Khaleda Zia -- another former premier -- managed only 27 seats.*** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed these photos for Deutsche Welle. As he mentioned, ‘’these photos are taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use them.’’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাছবি: Mustafiz Mamun

তিনি বলেন, বিএনপি বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষা করতে পারেনি৷ তারা যুদ্ধাপরাধীদেরও রক্ষা করতে পারবে না৷ তাঁর মতে, সরকারকে বেকায়দায় ফেলতে বিএনপি এখন নানা ষড়যন্ত্র করছে৷

বাংলাদেশে আগস্ট শোকের মাস৷ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল৷ আগস্টের প্রথম দিনে আজ এক অনুষ্ঠানে সেই ভয়াল রাতের কথা বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা৷ তিনি বলেন, জিয়া, এরশাদ খালেদা জিয়া – সবাই বঙ্গবন্ধুর খুনীদের রক্ষা করতে চেয়েছে, পারেনি৷ এখন বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাইছে৷ কিন্তু তাদের সে চেষ্টাও ব্যর্থ হবে৷ বাংলার মাটিতে অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার হবে৷

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া সংবিধান ছুঁড়ে ফেলে দেয়ার কথা বলে তাঁর চরিত্রই প্রকাশ করেছেন৷ তাঁর উচিত ছিল একথা বলার আগে সংসদ সদস্য ও বিরোধী দলীয় নেত্রীর পদ থেকে পদত্যাগ করা৷

শেখ হাসিনা বলেন, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্য মূল্যের কথা বলে বিএনপি সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে৷ কিন্তু বিএনপির আমলে কোন অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন হয়নি, দ্রব্যমূল্য বেড়েছে লাগামহীনভাবে৷ তারাই সংকট তৈরি করে গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন