1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বার্লিনে ধাক্কা খেলো শলৎসের দল

১৩ ফেব্রুয়ারি ২০২৩

জার্মানির রাজধানী বার্লিনে আঞ্চলিক নির্বাচনে চ্যান্সেলর শলৎসের এসপিডি দবের ভরাডুবি হয়েছে৷ ২০২১ সালে ভোটগ্রহণে অনিয়মের কারণে রোববার নতুন করে নির্বাচন অনুষ্ঠিত হয়৷

https://p.dw.com/p/4NP0q

ইউক্রেন যুদ্ধের চাপে জার্মানির দলীয় রাজনীতি স্বাভাবিক ছন্দে এগিয়ে যেতে পারছে না৷ তিন দলের ফেডারেল সরকারের নীতি নিয়ে শরিক দলগুলির মধ্যেও মনোমালিন্য দেখা যাচ্ছে৷ তারই মাঝে রাজধানী শহর ও নগর রাজ্য বার্লিনের নির্বাচনে ভোটারদের রায় রাজনীতি জগতে বড় আলোড়ন তুললো৷ দীর্ঘ প্রায় ২২ বছর ধরে ক্ষমতার শীর্ষে থাকার পর চ্যান্সেলর ওলাফ শলৎসের সামাজিক গণতন্ত্রী এসপিডি দলের ভরাডুবি হলো৷ অন্যদিকে  বিরোধী রক্ষণশীল সিডিইউ দল স্পষ্ট জয়ের মুখ দেখলো৷

২০২১ সালে জার্মানির সাধারণ নির্বাচনের সময়ই নগর রাজ্য হিসেবে বার্লিনেও আঞ্চলিক নির্বাচন অনুষ্ঠিত হয়৷ নির্বাচনে জয়ের পর এসপিডি দলের নেতৃত্বে সরকারও গঠিত হয়৷  কিন্তু ভোটগ্রহণের সময় নানা বাধা-বিপত্তি ও সাংগঠনিক অনিয়মের জের ধরে আদালত সেই নির্বাচনি প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে নতুন করে নির্বাচনের নির্দেশ দেয়৷ রোববার সেই সুযোগের সদ্ব্যবহার করে বিরোধী সিডিইউ দল প্রায় ২৮ শতাংশ ভোট পেয়ে সবচেয়ে শক্তিশালী দল হিসেবে ভোটারদের সমর্থন আদায় করতে পেরেছে৷ প্রায় ১৮ শতাংশ ভোট পেয়ে শলৎসের এসপিডি দল বড় ধাক্কার মুখ দেখেছে৷ ফলে বার্লিনের শাসক মেয়র হিসেবে এসপিডি দলের ফ্রানৎসিস্কা গিফাই সংক্ষিপ্ত কার্যকালের শেষে বিদায় নিতে বাধ্য হবেন বলে ধরে নেওয়া হচ্ছে৷ যদিও তাঁর জোট সরকার নতুন নির্বাচনেও কাগজে-কলমে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পেরেছে৷ সিডিইউ দল অবশ্য এসপিডি ও সবুজ দলের সঙ্গে জোট গড়ার লক্ষ্যে আলোচনা চালাতে চায়৷

শলৎসের নেতৃত্বে ফেডারেল জোট সরকার গঠিত হবার পর প্রধান বিরোধী দল হিসেবে রক্ষণশীল ইউনিয়ন শিবির তেমন নির্বাচনি সাফল্য দেখাতে পারে নি৷ এখন বার্লিনে জয়ের পর আগামী অক্টোবর মাসে হেসে রাজ্যেও ক্ষমতা ধরে রাখার স্বপ্ন দেখছে এই শিবির৷ একের পর এক রাজ্য হাতছাড়া হলে সংসদের উচ্চ কক্ষ বুন্ডেসরাটে শলৎসের জোট সরকার সমস্যায় পড়তে পারে৷

আঞ্চলিক নির্বাচনে স্থানীয় বিষয়গুলি গুরুত্ব পেলেও জার্মানির ফেডারেল সরকারের শরিক দলগুলির উপরেও তার প্রভাব পড়ে৷ শলৎসের এসপিডি দলের পাশাপাশি অপর শরিক দল উদারপন্থি এফডিপি-ও রোববার বার্লিনে খুব খারাপ ফলাফল করেছে৷ পাঁচ শতাংশের কম ভোট পেলে আঞ্চলিক বিধানসভায় মর্যাদাও হারাতে পারে এই দল৷ সরকারের শরিক হিসেবে শুধু সবুজ দলই নির্বাচনে ধারাবাহিক সাফল্য ধরে রাখতে পেরেছে৷ চূড়ান্ত ফলাফল প্রকাশের পর এমনকি বার্লিনে এসপিডি-কে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম শক্তি হিসেবে স্বীকৃতি পেতে পারে তারা৷ সে ক্ষেত্রে বর্তমান জোট সরকার আবার ক্ষমতায় এলে সবুজ দলই শাসক মেয়রের পদের দাবিদার হতে পারে৷ সে ক্ষেত্রে নির্বাচনে জয়ের পরেও সিডিইউ বিরোধী আসনে স্থান পাবে৷

এসবি/এসিবি (রয়টার্স, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান