1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিস্মিত বিশ্বব্যাংক

জাহিদুল হক২২ নভেম্বর ২০১২

বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বাংলাদেশের উন্নয়নে বিস্ময় প্রকাশ করা হয়েছে৷ বিশ্বব্যাংক বলছে, কিছু দেশ মানব উন্নয়ন সূচকে ভালো করছে, আর কিছু দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে৷ কিন্তু বাংলাদেশ ভালো করছে দুটোতেই৷

https://p.dw.com/p/16nX8
ছবি: AP

‘বিশ্ব উন্নয়ন প্রতিবেদন ২০১৩' শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক এই মন্তব্য করেছে৷ বাংলাদেশের এমন সাফল্যে বিশ্বব্যাংক অবাক হলেও বিস্মিত নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ৷ তিনি বলেন, গবেষণা থেকে এটা প্রমাণিত হয়েছে যে, বিশ্বব্যাংকের পরামর্শ না মেনে বাংলাদেশ কৃষিখাত উন্নয়নে মনোযোগ দেয়ায় এই আর্থিক প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে৷ তিনি বলেন, আশির দশকে বিশ্বব্যাংক বাংলাদেশকে খাদ্য উৎপাদনের দিকে না গিয়ে রপ্তানিমুখী শিল্পায়নের দিকে নজর দেয়ার পরামর্শ দিয়েছিল৷ এছাড়া কৃষি থেকে ভর্তুকি সরিয়ে নেয়া, বেসরকারিকরণ, উদার বাণিজ্য – বিশ্বব্যাংকের এসব পরামর্শ মানার কারণে বাংলাদেশের তখনকার আর্থিক প্রবৃদ্ধি ছয়ের মাত্রা অতিক্রম করতে পারেনি বলে জানান অধ্যাপক আকাশ৷

Interview for Online - MP3-Mono

পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম শাসনামলে প্রথমবারের মতো কৃষিখাতকে খুব গুরুত্ব দেয়া হয় এবং কৃষকদের মাঝে কৃষিঋণ বিতরণের পরিমাণ বাড়িয়ে দেয়া হয়৷ এছাড়া সারে দেয়া হয় ভর্তুকি৷ এসব কারণে কৃষকদের হাতে টাকা আসে বলে মন্তব্য অধ্যাপক আকাশের৷ এর ফলে কৃষকরা তাদের দৈনন্দিন চাহিদা মিটিয়ে অন্যান্য প্রয়োজনীয় পণ্য কেনার মতো সামর্থ্যবান হয়ে ওঠে৷ কৃষকদের এই চাহিদা মেটাতে গড়ে উঠে ক্ষুদ্র ও মাঝারি শিল্প৷

এছাড়া ফসল ছাড়াও অন্যান্য খাত যেমন গবাদি পশু, হাঁস, মুরগি ও মৎস্য পালনে উৎসাহী হয়ে ওঠেন অনেকে৷ কেউ কেউ ফুল ও সবজি চাষের ব্যাপারেও মনোযোগী হচ্ছেন৷

এর পাশাপাশি তৈরি পোশাক খাতে সাফল্য ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের কারণে বাংলাদেশ দিন দিন আর্থিকভাবে এগিয়ে গেছে বলে মন্তব্য অধ্যাপক আকাশের৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য