1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে শ্রমিক স্বার্থ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৪ নভেম্বর ২০১২

বাংলাদেশে তৈরি পোশাক শিল্পে কাজের পরিবেশ ও শ্রমিকদের জীবনমান উন্নয়নের তাগিদ দিলেন ক্রেতা আর শ্রমিক নেতারা৷ আর তৈরি পোশাক শিল্পের মালিকরা বললেন, ক্রেতাদের কম দামে পোশাক কেনার মানসিকতা বাদ দিতে হবে৷

https://p.dw.com/p/16j1s
ছবি: AP

বিজনেস স্যোশাল কমপ্লায়েন্স ইনিশিয়েটিভ-এর উদ্যোগে বাংলাদেশের পোশাক শিল্পে কাজের পরিবেশ নিয়ে এক গোল টেবিল আলোচনায় অংশ নেন শ্রমিক, মালিক, সরকার এবং ক্রেতা – অর্থাৎ, সব পক্ষের প্রতিনিধি৷ সেখানে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম বলেন, শুধু কাজের পরিবেশ উন্নত করলে চলবে না, শ্রমিকদের জীবনমানেরও উন্নয়ন ঘটাতে হবে৷ আর প্রতিবছর শ্রমিকদের বেতন বাড়াতে হবে বাজারদরের সঙ্গে মিল রেখে৷

Bangladesch Textilarbeiterinnen in Dhaka Demonstration
তৈরি পোশাক শিল্পের কর্মীদের ধর্মঘটছবি: AP

তবে পোশাক শিল্পের প্রতিনিধিরা জানান, তাঁরাও চান কাজের পরিবেশ ভালো করতে৷ কারণ তাঁরা জানেন কাজের পরিবেশ ভালো হলে উৎপাদন বাড়ে৷ শ্রমিকদের জীবনমানের উন্নয়ন ঘটাতে হলে পোশাকের দামও বাড়াতে হবে, বলেন ফকির এপারেলস লি.-এর নির্বাহী পরিচালক দেবাশীষ রঞ্জন৷

আর ক্রেতারা বলেন যে, তাঁরা বিষয়টি নিয়ে ভাবছেন৷ মন্দার পরও কিভাবে পোশাকের দাম বেশি দেয়া যায়৷ কিন্তু পোশাক কারখানার মালিকদেরও ছাড় দিতে হবে বলে মনে করেন এক্সস্টোরস ফারইস্ট লি.-এর পরিচালক ফারহানা ফারুক৷

ওদিকে, শ্রমমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান ইস্রাফিল আলম এমপি বলেন, সব পক্ষকে একযোগে কাজ করতে হবে৷ শ্রমিককেও বাঁচাতে হবে৷ শিল্পকেও বাঁচাতে হবে৷

অনুষ্ঠানে বক্তারা তৈরি পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালুরও দাবি জানান৷ ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশ মিশন প্রধান উইলিয়াম হানা বলেন, বাংলাদেশকে কাজের পরিবেশ নিশ্চিত করেই তৈরি পোশাক শিল্পকে এগিয়ে নিতে হবে৷ কারণ তাদের ক্রেতারা মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দেয়৷ এই গোল টেবিল বৈঠকে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য