বড় হারের আগে লিটনের দারুণ সেঞ্চুরি
১১ জানুয়ারি ২০২২নান্দনিকতা ও নিয়ন্ত্রণ, কতৃত্ব আর কাব্যিক শটের মহড়া, সবকিছুই ফুটে উঠল একটি ইনিংসে৷ দল বড় হারের পথে৷ ম্যাচ তিন দিনেই খতম হওয়ার দিকে৷ প্রতিপক্ষের পেস আক্রমণের একের পর এক থাবা৷ সবকিছু একদিকে, লিটন কুমার দাস যেন ভিন্ন এক ভুবনে ৷ হ্যাগলি ওভালের সবুজ ক্যানভাসে আঁকলেন তুলি আঁচড়৷ রাজা হয়ে প্রবল দাপটে আছড়ে ফেললেন ‘শত্রুর' সব বাধা!
ম্যাচে নিউজিল্যান্ডের জয় ইনিংস ও ১১৭ রানে৷ প্রথম টেস্ট হারের ধাক্কা সামলে বিশাল জয়ে সিরিজ ড্র করতে পারল টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নেরা৷ নিউজিল্যান্ডের প্রথম টেস্ট জয়ের অভাবনীয় প্রাপ্তিকে সিরিজ জয়ের উচ্চতায় নিতে পারল না বাংলাদেশ৷তবে এই সফরের আগে ধুঁকতে থাকা দলের জন্য সিরিজ ড্র করতে পারাও বড় অর্জন৷
বাংলাদেশের শেষের প্রাপ্তি লিটনের সেঞ্চুরি৷ দুর্দান্ত সব ড্রাইভ, কাট আর পুল শটের মিশেলে ১১৪ বলে ১০২ রানের ইনিংস৷ ক্যারিয়ারের প্রথম ২৫ টেস্টে সেঞ্চুরি ছিল না তার৷ এখন চার টেস্টের মধ্যে করে ফেললেন দুটি সেঞ্চুরি৷
ম্যাচের ফল যেমন, তেমনি শেষটাও হলো নিউজিল্যান্ডের জন্য হলো প্রাপ্তির পূর্ণতায়৷ শেষ উইকেটের জন্য বল হাতে তুলে দেওয়া হলো বিদায়ী টেস্ট খেলতে নামা রস টেইলরের হাতে৷ ৮ বছর পর টেস্টে বল হাতে নিয়ে প্রথম ওভারেই তিনি দেখা পেলেন উইকেটের৷ নিউজিল্যান্ডের ইতিহাসের সফলতম ব্যাটসম্যান টেস্ট থেকে বিদায় নিলেন শেষ বলে উইকেট নিয়ে৷ আড়াইশ রানের ইনিংস খেলা টম ল্যাথাম কিংবা দারুণ বোলিং করা পেসারদের ছাপিয়ে কিউই উৎসবের মধ্যমণি তখন টেইলর৷
লিটনের আগে বাংলাদেশের অন্য ব্যাটসম্যানরাও চেষ্টা করেন লড়াইয়ের৷ উইকেট আঁকড়ে রাখেন বেশ কজন৷ তবে বড় ইনিংস খেলতে পারেননি কেউই৷
তবে প্রথম ইনিংসে ফিফটি করা ব্যাটসম্যান সেই সুযোগ কাজে লাগাতে পারেননি৷ ওয়্যাগনারের আরেকটি বাউন্সার সামলাতে না পেরে সহজ ক্যাচ দেন সেই ল্যাথামের হাতেই (২) ৷ টেস্টে বাংলাদেশের শতরানের জুটিগুলোর মধ্যে সবচেয়ে গতিময় এটিই, ওভারপ্রতি রান তোলেন তারা ৫.৮২৷ ষষ্ঠ উইকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম শতরানের জুটিও এটি৷
লিটন সেই পথে পা বাড়াননি৷ আঙুলে কয়েক দফায় আঘাত সয়ে, টেপ পেঁচিয়ে, ব্যথানাশক স্প্রে নিয়ে শতরান পূরণ করেন তিনি ১০৬ বলে৷ মাঠে থাকা সমর্থকেরা তুমুল উল্লাসে অভিনন্দন জানান তাকে অসাধারণ ইনিংসে৷ সেঞ্চুরির পরপরই আউট হয়ে যান তিনি জেমিসনের ভেতরে ঢোকা বলে৷ দ্বিতীয় নতুন বলের আগেই শেষ হয় বাংলাদেশের ইনিংস৷
টানা ১০ ইনিংসে রান না পাওয়া ইবাদত হোসেন অবশেষে রানের মুখ দেখেন৷ তবে তাকে শিকার বানিয়ে ম্যাচ আর নিজের ক্যারিয়ারের ইতি টানেন টেইলর৷
২৫২ রানের ইনিংসের জন্য ম্যাচের সেরা কিউইদের ভারপ্রাপ্ত অধিনায়ক ল্যাথাম৷ আর দুই টেস্টে দুই সেঞ্চুরিতে সিরিজের সেরা ডেভন কনওয়ে৷
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৫২১/৬ (ডি.)
বাংলাদেশ ১ম ইনিংস: ১২৬
বাংলাদেশ ২য় ইনিংস: (ফলো-অনের পর): ৭৯.৩ ওভারে ২৭৮ (সাদমান ২১, নাঈম ২৪, শান্ত ২৯, মুমিনুল ৩৭, লিটন ১০২, ইয়াসির ২, সোহান ৩৬, মিরাজ ৩, তাসকিন ৯*, শরিফুল ০, ইবাদত ৪; সাউদি ১৭-৬-৫৪-১, বোল্ট ১৬-৬-৪২-০, জেমিসন ১৮-৪-৮২-৪, ওয়্যাগনার ২২-৭-৭৭-৩, মিচেল ৬-১-১৮-১, টেইলর ০.৩-০-০-১) ৷
ফল: নিউ জিল্যান্ড ইনিংস ও ১১৭ রানে জয়ী৷
সিরিজ: ২ ম্যাচ সিরিজ ১-১ ড্র৷
ম্যান অব দা ম্যাচ: টম ল্যাথাম৷
ম্যান অব দা সিরিজ: ডেভন কনওয়ে৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)