লিটন-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ঝলমলে এক দিন
২৬ নভেম্বর ২০২১সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টিতে ব্যর্থ বাংলাদেশ চট্টগ্রাম টেস্টেও ব্যাটিংয়ে নেমে দ্রুত হারিয়ে ফেলে ৪ উইকেট৷ দুইশ রানের অসাধারণ জুটি গড়ে পাকিস্তানের বিপক্ষে সেই বিপর্যয় থেকে টেনে তুলেছেন লিটন দাস ও মুশফিকুর রহিম৷ ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি ছুঁয়ে দিন শেষে ১১৩ রানে অপরাজিত লিটন৷ সেঞ্চুরি থেকে বেশি মাত্র ১৮ রান দূরে বাংলাদেশের অসংখ্য বিপদের ত্রাতা মুশফিক৷
সাত সকালেই ৪৯ রানে নেই ৪ উইকেট৷ চট্টগ্রাম টেস্টে সেই অবস্থা কাটিয়ে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ৷ ২২৫ বলে করা ১১২ রানের মধ্যে ১১ চার ও একটি ছক্কার মার রয়েছে লিটনের৷ ১৯০ বলে ১০ চারে মুশফিকের রান ৮২৷ অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে দুই জনে ৪১৩ বলে যোগ করেছেন ২০৪ রান৷
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৫ ওভারে ২৫৩/৪ (সাদমান ১৪, সাইফ ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬, মুশফিক ৮২*, লিটন ১১৩*; আফ্রিদি ১৮-৪-৫০-১, হাসান ১৩-৩-৩৮-১, ফাহিম ১০-২-৩৮-১, সাজিদ ২২-৩-৬৮-১, নুমান ২২-৫-৫১-০) ৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)