1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ

৮ ডিসেম্বর ২০২১

বৃষ্টির কারণে প্রায় সাত সেশন, অর্থাৎ পাঁচ দিনের টেস্টের প্রায় অর্ধেক সময়ই খেলা হয়নি৷ তারপরও মিরপুরে এক ইনিংস ও আট রানে হারলো বাংলাদেশ৷ সাজিদ খানের দারুণ বোলিংয়ে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে ছাড়লো পাকিস্তান৷

https://p.dw.com/p/43zuS
Cricket | Bangladesch vs Pakistan | Sajid Khan
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার বাবর আজমের দল ৩০০ রানে একমাত্র ইনিংস ঘোষণা করার পর স্বাগতিকরা প্রথম ইনিংসে ৮৭ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ে৷ বুধবার দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও শেষ বেলায় গুটিয়ে যায় ২০৫ রানে৷

পাকিস্তানের জয়ের নায়ক অফ স্পিনার সাজিদ৷ প্রথম ইনিংসে ৮টির পর দ্বিতীয় ইনিংসে তার শিকার ৪ উইকেট৷ ম্যাচে তিনি ১২৮ রানে নেন ১২ উইকেট, বাংলাদেশের বিপক্ষে যা টেস্টে চতুর্থ সেরা বোলিং৷

ওয়ানডের পর টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশড হলো বাংলাদেশ৷ বাড়লো টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে পয়েন্টের জন‍্য অপেক্ষা৷ 

এক দশক পর দেশের মাটিতে কোনো দলের বিপক্ষে অন্তত দুই সিরিজ খেলে সব ম‍্যাচে হারলো বাংলাদেশ৷ ২০১১ সালে সবশেষ এই অভিজ্ঞতা হয়েছিল পাকিস্তানের বিপক্ষেই৷

Cricket | Bangladesch vs Pakistan | Sajid Khan
সাজিদ খানছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

শেষ ঘণ্টার খেলা শুরুর আগ পর্যন্ত এই ম্যাচে হার এড়ানোর সম্ভাবনা খুব ভালোভাবে বেঁচে ছিল৷ দ্রুততম ৪ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলের রেকর্ড গড়ে ক্রিজে ছিলেন সাকিব আল হাসান, সঙ্গে মেহেদী হাসান মিরাজ৷ ৪ উইকেট নিয়েও শেষ ঘণ্টা কাটিয়ে দিতে পারেনি বাংলাদেশ৷

অবাক করে এই দুই অলরাউন্ডারের জমে যাওয়া জুটি ভাঙেন বাবর৷  এই ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ১৮৯ ম্যাচ খেললেও কখনো বোলিং করেননি তিনি৷ অফ স্পিনে এবার পাকিস্তান অধিনায়ক মিরাজকে ফিরিয়ে ভাঙেন পাকিস্তানের বাধা হয়ে থাকা জুটি৷

বাবরের লেংথ বলে সুইপ করতে গিয়ে লাইন মিস করেন মিরাজ৷ এলবিডব্লিউয়ের সফল রিভিউয়ে ভাঙে ১৩৯ বল স্থায়ী ৫১ রানের জুটি৷ ৭০ বলে ১৪ রান করে শেষ হয় মিরাজের প্রতিরোধ৷

শেষ ভরসা হয়ে টিকে থাকা সাকিব ফিরে যান এর পরপরই৷ সাজিদের জোরের ওপর করা ডেলিভারির লাইন মিস করে বোল্ড হয়ে যান বাঁহাতি এই অলরাউন্ডার। ১৩০ বলে তিনি ৯ চারে করেন ৬৩ রান৷

সাকিবকে ফিরিয়ে ম‍্যাচে দশম উইকেট পাওয়া সাজিদ পরে শূন‍্য রানে বিদায় করেন সৈয়দ খালেদ আহমেদকে৷ এরপর শেষ জুটিতে প্রতিরোধ গড়েন তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন৷ তাদের ৩৪ বলের প্রতিরোধ ভাঙেন

সাজিদ৷ তাইজুলকে এলবিডব্লিউ করে তিনি আনন্দে ভাসান সফরকারীদের৷

Cricket | Bangladesch vs Pakistan
ছবি: Munir Uz Zaman/AFP/Getty Images

শুরুর ব‍্যাটসম‍্যানদের ব‍্যর্থতায় অবশ্য মনে হচ্ছিল ম‍্যাচ তত দূরে নেয়াও সম্ভব নয়৷  ফলোঅনে নেমে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে প্রথম চার ব‍্যাটসম‍্যানকে হারায় স্রেফ ২৫ রানে৷ এই সিরিজে আগের তিন ইনিংসে ৪৯, ২৫ ও ৩১ রানে প্রথম চার উইকেট হারিয়েছিল বাংলাদেশ৷ 

অভিষেক ইনিংসে শূন‍্য রানে ফেরা মাহমুদুল হাসান এবার করতে পারেন ৬৷ প্রথম ইনিংসে বল হাতে না পাওয়া হাসান আলি বোল্ড করে দেন তাকে৷ আরেক ওপেনার সাদমান ইসলামকে এলবিডব্লিউ করে দেন শাহিন শাহ আফ্রিদি৷ বাঁহাতি এই পেসারের বলে গালিতে ধরা পড়েন নাজমুল হোসেন শান্ত৷ মুমিনুল হককে এলবিডব্লিউ করে দেন হাসান৷

টপ অর্ডারের নিদারুণ ব‍্যর্থতার পর বাংলাদেশের হার মনে হচ্ছিল সময়ের ব‍্যাপার। লিটন দাস ও সাকিবের সঙ্গে দুটি চমৎকার জুটিতে প্রতিরোধ গড়ে সেটা দুই সেশন পর্যন্ত ঠেকিয়ে রেখেছিলেন মুশফিকুর রহিম৷ চা-বিরতির আগে শেষ ওভারে দুর্ভাগ‍্যজনক রান আউটে ফিরেন তিনি৷

৯ ওভারের মধ্যে প্রথম চার উইকেট হারিয়ে ধুঁকতে থাকা বাংলাদেশ প্রতিরোধ গড়ে মুশফিক ও লিটনের ব‍্যাটে। দেখেশুনে খেলে এগিয়ে যেতে থাকেন এই দুই ব‍্যাটসম‍্যান৷ উইকেটেও তেমন কিছু ছিল না, বোলাররা খুব একটা চ‍্যালেঞ্জ জানাতে পারছিল না তাদের৷

সাদামাটা এক ডেলিভারিতে ভাঙে তাদের ১৫০ বল স্থায়ী ৭৩ রানের জুটি৷ সাজিদের শর্ট বল লেগে যে কোনো জায়গায় পাঠাতে পারতেন লিটন৷ কিন্তু তিনি ক‍্যাচ দেন স্কয়ার লেগে, দুইবারের চেষ্টায় বল মুঠোয় জমান ফাওয়াদ আলম৷

৭ চারে ৮১ বলে ৪৫ রান করেন লিটন৷

অসংখ‍্য বিপদে ত্রাতা মুশফিক ও সাকিবের জুটিতে আর কোনো ক্ষতি ছাড়াই দ্বিতীয় সেশন কাটিয়ে দেওয়ার আশা জাগায় বাংলাদেশ৷ ক্রিজে গিয়েই হাসানকে দারুণ তিন কাভার ড্রাইভে টানা তিন চার মেরে চাপ সরিয়ে নেন সাকিব। এগিয়ে নিতে থাকেন দলকে৷

চা-বিরতির আগে শেষ ওভারে দুর্ভাগ‍্যজনক রান আউটে ভাঙে ১১৪ বল স্থায়ী ৪৯ রানের জুটি৷ নুমান আলির বলে ক্রিজ ছেড়ে একটু বেরিয়ে মিড উইকেটে আলতো করে ঠেলেই রান নিতে ছোটেন সাকিব৷ সাড়া দেন মুশফিক৷ ফিল্ডার আব্দুল্লাহ শফিক দ্রুত বল কুড়িয়ে ফেরত পাঠান৷ কিপার মোহাম্মদ রিজওয়ান উড়িয়ে দেন বেলস৷ মুশফিক শেষ মুহূর্তে ডাইভ দিয়ে ক্রিজে পৌঁছেও যান৷ তবে গড়বড় হয় অন্য জায়গায়৷ ক্রিজে ঢোকার আগ থেকেই উঁচু হয়ে ছিল তার ব‍্যাট!

১৩৬ বলে তিন চারে ৪৮ রান করেন মুশফিক৷ তার বিদায়ের সঙ্গেই শুরু হয় চা-বিরতি৷ এরপর মিরাজকে নিয়ে ম‍্যাচ শেষ ঘণ্টায় নেন সাকিব৷ আশা জাগালেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি বাংলাদেশ৷ হার দিয়েই শেষ হয় দলের ব‍্যাটিং নিয়ে অনেক প্রশ্ন জাগানো এক টেস্ট৷

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ৩০০/৪ (ডি.)

বাংলাদেশ ১ম ইনিংস: ৮৭

বাংলাদেশ ২য় ইনিংস (ফলো-অনের পর): ৮৪.৪ ওভারে ওভারে ২০৫ (সাদমান ২, মাহমুদুল ৬, শান্ত ৬, মুমিনুল ৭, মুশফিক ৪৮, লিটন ৪৫, সাকিব ৬৩, মিরাজ ১৪, তাইজুল ৫, খালেদ ০, ইবাদত ০*; আফ্রিদি ১৫-৫-৩১-২, হাসান ১১-৩-৩৭-২, নুমান ২০-৫-৪১-০, ফাহিম ৪-৪-০-০, সাজিদ ৩২.৪-৮-৮৬-৪, বাবর ২-১-১-১) ৷

ফল: পাকিস্তান ইনিংস ও ৮ রানে জয়ী

সিরিজ: ২ ম‍্যাচের সিরিজে পাকিস্তান ২-০তে জয়ী

ম‍্যান অব দা ম‍্যাচ: সাজিদ খান

ম‍্যান অব দা সিরিজ: আবিদ আলি

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য