1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক হলো ঢাকা-কলকাতা

শীর্ষ বন্দোপাধ্যায়১১ ফেব্রুয়ারি ২০১৩

ঢাকার শাহবাগের বিক্ষোভের ঢেউ এসে পড়ল কলকাতা বইমেলায়৷ ভারতে পড়াশোনা করা বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা রাজাকারদের শাস্তির দাবি তুললেন বইমেলা প্রাঙ্গণের জমায়েতে৷

https://p.dw.com/p/17bjj
CALCUTTA, Jan. 30, 2013 A child reads a book during the book fair in Calcutta, capital of eastern Indian state West Bengal, Jan. 29, 2013. The 37th International Calcutta Book Fair runs until Feb. 10. (Xinhua/Tumpa Mondal)..****Authorized by ytfs
ছবি: picture alliance/ZUMA Press

আত্মিকভাবে ঢাকা এবং কলকাতা পরস্পরের এত কাছাকাছি যে এক শহরে কিছু ঘটলে, তার রেশ এসে পড়ে অন্য শহরে৷ শাহবাগে বাংলাদেশের স্বাধীনতা-বিরোধীদের বিরুদ্ধে গণ প্রতিবাদের ঢেউ এসে তাই তরঙ্গ তুলল কলকাতা বইমেলার প্রাঙ্গণে৷ বাংলা বই যে মেলার প্রাণভোমরা, এবং এ বছর যে মেলার থিম দেশ হলো বাংলাদেশ, গঙ্গা-পদ্মার স্রোত মিশে যাওয়ার জন্য সেই বইমেলার থেকে আদর্শ জায়গা আর হতে পারত না৷ ফেসবুকে এবং টেলিফোনে নিজেদের মধ্যে যোগাযোগ করে তাঁরা বইমেলায় জমায়েত হয়েছেন, জানালেন কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পাঠরতা বাংলাদেশের মেয়ে সিলভিয়া নাজনিন৷

Huge rush at a stall in Kolkata Book Fair on 30-01-2013. The fair is on till 10-02-2013. Copyright: DW/Prabhakar Mani Tewari
শাহবাগে বাংলাদেশের স্বাধীনতা-বিরোধীদের বিরুদ্ধে গণ প্রতিবাদের ঢেউ এসে তাই তরঙ্গ তুলল কলকাতা বইমেলার প্রাঙ্গণেছবি: DW/P. Mani Tewari

ওঁরা সঙ্গে এনেছিলেন রাজাকারদের ফাঁসির দাবিতে লেখা পোস্টার, ওঁদের মুখে ছিল জয় বাংলার স্লোগান, মেলার মাঠে গোল হয়ে বসে, মাঝখানে একগুচ্ছ মোমবাতির জ্বলন্ত শিখার প্রতীকী প্রতিবাদ – পুণে বিশ্ববিদ্যালয়ে পাঠরত বাংলাদেশের জিসান মাহমুদ বললেন,

৩৭-তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার শেষদিনে হাজির ছিলেন ডয়চে ভেলের বাংলা বিভাগের শ্রোতারাও৷ হুগলির বমনগরের নিউ হরাইজন রেডিও লিসনার্স ক্লাবের সদস্য রবিশঙ্কর বসু জানালেন, মিডিয়াম ও শর্ট ওয়েভে সম্প্রচার বন্ধ হয়ে গেলেও, শ্রোতারা যাতে ইন্টারনেটে অনুষ্ঠান শোনেন, তার জন্য সচেতনতা প্রচারে এসেছেন ওঁরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য