1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ছাত্র রাজনীতি

২৬ ডিসেম্বর ২০১২

বাংলাদেশের ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান ও স্বাধীনতা যুদ্ধে ছাত্র আন্দোলনের যে গৌরবজ্জ্বল ভূমিকা ও ইতিহাস রয়েছে সেই অবস্থান থেকে বর্তমানের ছাত্র রাজনীতি পুরো উল্টোপথে এগোচ্ছে৷ বললেন ড. এ এম এ এম জুনায়েদ সিদ্দিকী৷

https://p.dw.com/p/178qM
Titel 2 : AMAM Zonaed Siddiki, Professor von Chittagong Veterinary and Animal Science University, Bangladesch Bildunterschrift:  AMAM Zonaed Siddiki, Professor von Chittagong Veterinary and Animal Science University, Bangladesch Text: AMAM Zonaed Siddiki, Professor von Chittagong Veterinary and Animal Science University, Bangladesch Datum: 22.12..2012 Eigentumsrecht: AMAM Zonaed Siddiki, Chittagong, Bangladesch Stichwort: AMAM, Zonaed, Siddiki, Professor, Chittagong, Veterinary, Animal, Science, University, Bangladesch,
ছবি: AMAM Zonaed Siddiki

নরসিংদী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এ এম এ এম জুনায়েদ সিদ্দিকী৷ ২০০০ সাল থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন তিনি৷ এছাড়া যুক্তরাজ্য থেকে পিএইচডি ও বিশ্বের বিখ্যাত কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পোস্ট-ডক্টরেট গবেষণা করেছেন ড. সিদ্দিকী৷ ডয়চে ভেলের স্টুডিওতে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের ছাত্র রাজনীতির অতীতের গৌরবময় ভূমিকা এবং বর্তমানের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নানা বিষয়ে কথা বলেন তিনি৷

Titel 3 : AMAM Zonaed Siddiki, Professor von Chittagong Veterinary and Animal Science University, Bangladesch Bildunterschrift:  AMAM Zonaed Siddiki, Professor von Chittagong Veterinary and Animal Science University, Bangladesch Text: AMAM Zonaed Siddiki, Professor von Chittagong Veterinary and Animal Science University, Bangladesch Datum: 22.12..2012 Eigentumsrecht: AMAM Zonaed Siddiki, Chittagong, Bangladesch Stichwort: AMAM, Zonaed, Siddiki, Professor, Chittagong, Veterinary, Animal, Science, University, Bangladesch,
জার্মানির রাইন নদীর তীরে ড. এএমএএম জুনায়েদ সিদ্দিকী ও ড. মিজানুর রহমানছবি: AMAM Zonaed Siddiki

তাঁর ভাষায়, ‘‘বাংলাদেশের ছাত্র রাজনীতির বর্তমান ধারা নিয়ে আমার অভিজ্ঞতা সুখকর নয়৷ আমি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছি ১২ বছর এবং তার আগে শিক্ষা জীবনে আরো প্রায় এক দশক কাটিয়েছি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের চত্বরে৷ কিন্তু এই দীর্ঘ সময়ে ছাত্র রাজনীতির বিরূপ দিকটাই আমার কাছে বেশি করে ফুটে উঠেছে৷ আমার কাছে মনে হয়েছে, স্বাধীনতার আগে যে ছাত্র রাজনীতি ছিল এবং বর্তমানে যে ছাত্র আন্দোলনের ধারা ও চরিত্র তা খুবই বিপরীতধর্মী৷ বর্তমানের ছাত্র সংগঠনগুলোর বড় বড় রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তির একটি পরিণাম৷ শিক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণের চেয়ে নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রীর স্বার্থ রক্ষাটাই ছাত্রদের প্রধান দায়িত্ব হয়ে পড়ে৷ আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে দেখেছি, আমার ঘনিষ্ঠ বন্ধুদের কয়েকজন নিহত হয়েছে, কয়েকবার বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেছে৷ এমনকি চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় একবার ছাত্র দলগুলোর সংঘর্ষের ফলে একাধারে নয় মাস বন্ধ ছিল৷ বিশ্ববিদ্যালয়ে গবেষণা-শিক্ষা সবকিছু বন্ধ হয়েছিল৷ আমি মনে করি, ছাত্র রাজনীতির এমন ধ্বংসাত্মক ধারা বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর৷''

Interview: AMAM Zonaid Siddiki on Students Politics Part 1 - MP3-Mono

বিশ্বের উন্নত দেশগুলোর উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের ছাত্র রাজনীতির ধারার সাথে তুলনা করে ড. সিদ্দিকী বলেন, ‘‘আমি বিশ্বের প্রায় ১৫টি দেশে গিয়েছি৷ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আমি ঘুরে দেখেছি৷ কোথাও আমি ছাত্র রাজনীতির এমন চরিত্র দেখিনি৷ বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ে আমি দেখেছি যে, সেখানে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন এবং বামপন্থী অর্থাৎ কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন পাশাপাশি রয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে তাদের প্রচুর পোস্টার আমার চোখে পড়েছে এবং সেখানে খুব শক্তিশালী ছাত্র আন্দোলন রয়েছে৷ কিন্তু আমি কখনও শুনিনি যে, ভারতে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা মারামারি করেছে কিংবা বিরোধীদের খুন করেছে কিংবা সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়েছে৷ অথচ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রায়ই এমন ঘটনা ঘটছে৷''

A riot policeman chases a protester during a demonstration demanding an end to emergency rule, near the Dhaka University campus in Dhaka, Bangladesh, Wednesday, Aug. 22, 2007. Violent clashes between police and students left about 100 people injured at university campuses across Bangladesh on Wednesday, witnesses and news reports said. (AP Photo/Pavel Rahman)
ছবি: AP

বাংলাদেশের ছাত্র রাজনীতির বিরূপ চরিত্রের উপর এবং শিক্ষার মান অবনতির ক্ষেত্রে শিক্ষক রাজনীতিরও নেতিবাচক প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলেছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্যাথোলোজি ও প্যারাসাইটোলোজি বিভাগের প্রধান ড. জুনায়েদ সিদ্দিকী৷ তাই এমন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশের ছাত্র রাজনীতির বাহান্ন, উনসত্তর এবং একাত্তরের গৌরবময় ইতিহাসের সঙ্গে তাল মিলিয়ে এখন আবারও ছাত্র সংগঠকদের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি৷

সাক্ষাৎকার: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য