1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বইমেলার থিম দেশ বাংলাদেশ

শীর্ষ বন্দোপাধ্যায়, কলকাতা৩০ জানুয়ারি ২০১৩

শুরু হয়েছে ৩৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে নির্ধারিত দিনের তিন দিন আগেই৷ এবারের, অর্থাৎ ২০১৩ সালের কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম দেশ বাংলাদেশ৷

https://p.dw.com/p/17Ttp
ছবি: cc-by-Ragib Hasan

গত বছরও তিনি ছিলেন৷ বইমেলায় আন্তর্জাতিক সাহিত্যের আলোচনাসভায় ইংরেজি ভাষার ভারতীয় লেখক বিক্রম শেঠের পাশেই বসে আড্ডায় মেতেছিলেন তিনি, একুশ শতকের বাংলা সাহিত্যের আন্তর্জাতিক মুখ সুনীল গঙ্গোপাধ্যায়৷ এই তো সেদিনই স্বাতী গঙ্গোপাধ্যায় প্রয়াত স্বামীর স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, সুনীলের সঙ্গে হাঁটা যেত না বইমেলায়, প্রতি পদে পদে এক লোক এসে ঘিরে ধরত৷ মানুষটা এবারও না থেকে যেন আরও প্রবলভাবে আছেন৷ উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণ থেকে শুরু করে মেলার মাঠে তার লেখা বই খুঁজে বেড়ানো নবীন পাঠিকার প্রবল অনুসন্ধিৎসায়৷ অবশ্য একা সুনীল গঙ্গোপাধ্যায় নন, আরও এক জনপ্রিয় কথা সাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজও এবারের বইমেলায় অনুপস্থিত, যাঁদের কথা স্মরণ করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়৷

Kalkutta Indien Buchmesse 2011
মেলায় প্রতি বছরই বইপ্রেমীদের ভিড় বাড়ছেছবি: DW/S.Badyopadhay

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে এবার নিয়ম ভেঙে তিন দিন আগেই শুরু হয়েছে কলকাতা বইমেলা৷ ব্যবস্থার যেন কোনও ত্রুটি না থাকে, তার জন্য প্রায় যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালিয়ে, মিলনমেলা প্রাঙ্গনে পৌঁছনোর একটি ভূগর্ভ পথ বানিয়েছে রাজ্য পূর্ত ও সড়ক বিভাগ৷ মেলার দিনগুলোয় চালানো হচ্ছে ১০০ বাড়তি সরকারি বাস, যাদের গন্তব্য শুধুই বইমেলা৷ মুখ্যমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত ভাষণেও বললেন, সব কাজ যেন সুষ্ঠুভাবে হয়, সেটাই তাঁর একমাত্র প্রত্যাশা৷

৩৭তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম দেশ বাংলাদেশ৷ ২৬শে জানুয়ারি মেলার আনুষ্ঠানিক উদ্বোধনে বিশিষ্ট অতিথি ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিথ এবং স্বনামধন্য লেখক-অধ্যাপক আনিসুজ্জামান৷ মেলায় বাংলাদেশের স্টলটি এবার তৈরি হয়েছে জাতীয় সংসদভবনের আদলে এবং মেলার একটি ফটক অবিকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের প্রতিরূপ৷

সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো আরও একজন এবারের বইমেলায় না থেকেও প্রবলভাবে আছেন৷ হুমায়ুন আহমেদ৷ প্রকাশকরা বলছেন, পাঠকদের আগ্রহ তুঙ্গে দু'জনকে নিয়ে৷ সুনীলের নীললোহিত আর হুমায়ুনের হিমু৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য