ফুচকা বিক্রি করা যশস্বীর সেঞ্চুরি আইপিএলে
১ মে ২০২৩মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৬২ বলে ১২৪ রান করেছেন তিনি। তার দল রাজস্থান রয়্যালস ২০ ওভারে করেছিল ২১২। তার অর্ধেকের বেশি রান করেছেন যশস্বী।
যশস্বীর ক্রিকেটার হওয়া, আইপিএলে একের পর এক ভালো ইনিংস খেলা, সবমিলিয়ে তার এই উত্থান অনেকটা রূপকথার মতো। আইপিএলে এবার একের পর এক এরকম রূপকথার জন্ম হচ্ছে, যেখানে খুব সাধারণ ঘরের গরিব ছেলেরা, শুধু প্রতিভা, জেদ ও পরিশ্রমকে সম্বল করে উঠে আসছেন। খেলছেন একের পর এক অসাধারণ ইনিংস। শেষ ওভারে পাঁচ বলে পাঁচ ছয় মারা কেকেআরের রিঙ্কু সিংয়ের পর এবার সেই রূপকথার নায়ক যশস্বী জয়সওয়াল।
উত্তরপ্রদেশের ভাদোহির অল্পচেনা জায়গা সুরিয়ায় জন্ম যশস্বীর। বাবা রং বিক্রেতা, মা বেসরকারি স্কুলের শিক্ষিকা। চার সন্তানকে বড় করতে গিয়ে হিমশিম খেতেন বাবা-মা। এই অবস্থায় যশস্বী বায়না ধরলেন, ক্রিকেটার হবেন। তাই মুম্বই যাবেন।
দশ বছর বয়সে মুম্বই এসে প্রথমে দোকানে কাজ করতেন, আর মাঠে পড়ে থাকতেন। সময় পেলেই ক্রিকেট খেলতেন। প্র্যাকটিস করতে গিয়ে দোকানের কাজ করা হত না। ফলে তার দোকানের কাজ এবং থাকার জায়গা গেল। তখন শুরু করলেন ফুচকা বিক্রি করা। মুম্বইয়ের আজাদ ময়দানে ফুচকা বিক্রি করতেন তিনি। থাকতেন আজাদ ময়দানের মালির টেন্টে। আলো নেই। কষ্ট করে দিন কাটাতে হয়েছে।
তবে গতবছর যশস্বী বলেছিলেন, ''আমার ওই দিনগুলোকে কোনোদিন ভুলবো না। আমি সেরকমই আছি। এখনো। এরকমই থাকতে চাই। আমার মধ্যে বদল আনতে চাই না। আমি চাই, ক্রিকেটের মাঠে পড়ে থাকতে।''
সেই সময় ক্রিকেট কোচ জ্বালা সিংয়ের চোখে পড়ে যান যশস্বী। শুরু হলো যশস্বীর কোচিং। জ্বালার কোচিং সেন্টারে। ফলও পাওয়া গেল হাতেনাতে। তার স্কুলক্রিকেটে ৩১৯ রান ও ১৩ উইকেট নেয়া লিমকা রেকর্ড বইতে স্থান করে নিয়েছে।
তারপর ২০১৯ সালে মুম্বই দলের হয়ে খেলা শুরু। সেই বছর এক হাজার ৮৪৫ রান করেছেন ১৫ ম্যাচে। ১৯ বছরের কম বয়সিদের বিশ্বকাপে করেছেন চারশ রান।
এবার আইপিএলে তো যশস্বী এখন সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারদের মধ্যে এক নম্বরে। বিরাট কোহলি, ফাফ দুপ্লেসি, কে এল রাহুল, ওয়ার্নারদের পিছনে ফেলে দিয়েছেন তিনি।
তবে রোববার সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি যশস্বী। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ জিতেছে। ডেভিড শেষ ওভারে প্রথম তিন বলে তিনটে ছয় মেরেছেন।
ম্যাচের পর ভারত ও মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ''যশস্বী নিজের খেলাকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন। আমি জানতে চেয়েছিলাম, কী করে এত শক্তি পাও। যশস্বী জানিয়েছে, নিয়মিত জিম করে। ভারত ও রাজস্থানের সম্পদ যশস্বী।''
জিএইচ/এসজি(হিন্দুস্তান টাইমস)