আইপিএলেও প্রকাশ্যে সৌরভ ও কোহলির তীব্র বিরধ
১৮ এপ্রিল ২০২৩সৌরভ গঙ্গোপাধ্য়ায় এখন দিল্লি ক্যাপিটালসে ক্রিকেট ডিরেক্টর। তা সত্ত্বেও দল পরপর পাঁচটি ম্যাচ হেরেছে। আর একটি ম্যাচ হারলে প্রতিযোগিতা থেকে কার্যত ছিটকে যাবে। এই আইপিএল টিমের কর্তারা পুরো কোচিং স্টাফকে ছাঁটাই করার কথা ভাবছেন। সেক্ষেত্রে সৌরভ, কোচ রিকি পন্টিং, চার সহকারী কোচ শেন ওয়াটসন, প্রবীণ আমরে, অজিত আগারকর, বিনু জর্জ সকলের চাকরি যেতে পারে।
তবে সেটা অন্য প্রসঙ্গ। দিল্লির আগের ম্যাচ ছিল বিরাট কোহলির বেঙ্গালুরুর বিরুদ্ধে। সেই ম্যাচেও ডাগ আউটে বসেছিলেন সৌরভ। একটা ক্যাচ নেয়ার পর বিরাট দিল্লির ডাগ আউটের দিকে তাকান। সেই চাহনিটা অনেকের কাছে একটু অদ্ভূত ঠেকেছে।
বেঙ্গালুরু সেই ম্যাচ জিতে যায়। তারপর নিয়মতো দুই টিম ও সাপোর্টিং স্টাফ একে অন্যের সঙ্গে হাত মেলায়। সেই পর্ব যখন চলছিল, তখন সৌরভের সামনে ছিলেন রিকি পন্টিং। তিনি যখন বিরাটের সঙ্গে হাত মেলাচ্ছিলেন, তখন সৌরভ পন্টিংকে টপকে এগিয়ে পরের প্লেয়ারের সঙ্গে হাত মেলান। বিরটের সঙ্গে হাত মেলাননি সৌরভ।
বিষয়টা এখানেই থামেনি। এরপর বিরাট ইনস্টাগ্রামে সৌরভকে আনফলো করে দেন। মোট ১৭৬ জনকে ফলো করতেন বিরাট। তার মধ্যে সৌরভও ছিলেন। সৌরভকে আনফলো করে প্রত্যাঘাত করেন বিরাট।
তার জবাবে সৌরভও বিরাটকে আনফলো করে দিয়েছেন বলে আনন্দবাজার জানিয়েছে।
এভাবেই আইপিএলেও সৌরভ ও বিরাটের সম্পর্কের তিক্ততা প্রকাশ পেয়েছে। এর আগে সৌরভ যখন বোর্ড প্রেসিডেন্ট তখন বিরাট জানান, তিনি টি-টোয়েন্টির অধিনায়ক পদ ছেড়ে দিচ্ছেন। কিন্তু টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অধিনায়ক থাকবেন। কিন্তু বোর্ড এরপর টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অধিনায়কের দায়িত্ব থেকে বিরাটকে সরিয়ে দেয়। সৌরভের যুক্তি ছিল, টি-টোয়েন্টি ও একদিনের আন্তর্জাতিকের অধিনায়ক একই হওয়া উচিত।
পরে সৌরভ দাবি করেন, তিনি বিরাটকে টি-টোয়েন্টির অধিনায়কপদ ছাড়তে মানা করেছিলেন। কিন্তু বিরাট সাংবাদিক সম্মেলনে জানান, বোর্ডের কারো কাছ থেকে তিনি এরকম কোনো ফোন পাননি।
শাস্ত্রীর কটাক্ষ
রবি শাস্ত্রীর সঙ্গেও সৌরভের সম্পর্ক খুব একটা মধুর নয়। শাস্ত্রী সম্প্রতি আইপিএলের ধারাভাষ্য দিতে গিয়ে বলেছেন, ‘'লড়াই করে হারা এক কথা, আর বিপক্ষের কাছে এভাবে প্রতিরোধহীনভাবে হারা আরেক জিনিস। সৌরভ গাঙ্গুলির দলের হারগুলো দ্বিতীয় শ্রেণির। তার ডাগআউট ছেড়ে ওপরতলায়(ধারাভাষ্য দেয়ার জায়গায়) চলে আসা উচিত।''
জিএইচ/এসজি(পিটিআই, আনন্দবাজার)