1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রায় ৫৭ হাজার হজযাত্রীর মধ্যে ১২ জন মারা গেছেন

৪ জুলাই ২০২২

এবছর বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে গেছেন মোট ৫৬ হাজার ৯৫২ জন৷ তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়৷

https://p.dw.com/p/4Dbc9
Saudi Arabien Hadsch nach Mekka
ছবি: picture-alliance/dpa/Saudi Press Agency

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর অনুযায়ী,

সর্বশেষ রোববার রংপুর জেলার খয়রব হোসেন নামের ৫৫ বছর বয়সি এক বাংলাদেশির মৃত্যু হয়েছে সৌদি আরবে৷ বাংলাদেশ থেকে গত ৫ জুন হজ ফ্লাইট শুরু হয়েছিল, ঢাকা থেকে হজের শেষ ফ্লাইট ছিল রোববার৷

এবছর সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৮৯০ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৬২ জন হজে গেছেন৷ তাদের মধ্যে ৬৫ শতাংশ পুরুষ এবং ৩৫ শতাংশ নারী ৷

মন্ত্রণালয় বলছে, বাংলাদেশ থেকে যারা হজে গেছেন, তাদের মধ্যে ৪১ থেকে ৬০ বছর বয়সিদের সংখ্যা বেশি৷ ১৮ বছরের কম বয়সিদের সংখ্যা সবচেয়ে কম৷
হজযাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি, ২৯ দশমিক ৬০ শতাংশ গৃহিনী৷ সবচেয়ে কম অবসরপ্রাপ্তরা, ৪ দশমিক ৯৮ শতাংশ৷ এবারের হজযাত্রীদের ৩৭ শতাংশই ঢাকা বিভাগের৷ সিলেট বিভাগ থেকে সবচেয়ে কম, ২ শতাংশ মানুষ গেছেন জানিয়েছে মন্ত্রণালয়৷ 

হজ হবে ৮ জুলাই৷ এর আগে আগামী বুধবার মিনায় অবস্থান নেওয়ার মধ্যে দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু করবেন হজযাত্রীরা৷

৮ জুলাই তারা আরাফাতের ময়দানে সমবেত হয়ে হজের মূল আনুষ্ঠানিকতায় যোগ দেবেন৷ ৯ জুলাই পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে এবারের হজ৷ হজের শেষে ফিরতি ফ্লাইট আগামী ১৪ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৪ আগস্ট পর্যন্ত৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য