1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

১৮ অক্টোবর ২০১৭

প্রায় কোমর পর্যন্ত খোলা চুল৷ চুলের আগাগুলি খানিকটা ‘কার্ল' করা৷ এবার এই চুল ছড়িয়ে নিজের বিছানার ওপর টানটান হয়ে শুয়ে পড়ে দেখুন তো কোনো ফুল বা লতা- পাতার আকৃতি তৈরি হলো কিনা৷ 

https://p.dw.com/p/2m1PA
ছবি: Fotolia/Sergey Novikov

কী হলো? হবেই বা কী করে! আপনি তো আর বিশেষ কোনো ‘ট্রিক' খাটাননি৷ 'ট্রিক' জানা থাকলে আপনার এমন একটি ভিডিও হয়ত মানুষ সত্যিই আগ্রহভরে ৬৫ লাখেরও বেশি বার দেখত আর বিস্মিত হয়ে জানতে চাইত এর রহস্য৷ 

সোমবার চীনের দৈনিক ‘চায়না ডেইলি' এই ভিডিও পোস্ট করার পর থেকেই রহস্য জানতে উন্মুখ হয়ে পড়েছেন সবাই৷

ভিডিওতে দেখা যাচ্ছে, এক চীনা রমনী বিছানার ওপর সোজা হয়ে শোবার সাথে সাথে সাথেই তাঁর এলোমেলো চুল ফুল, লতা, পাতার আকৃতি পেয়ে যাচ্ছে৷ উঠে যাওয়া মাত্রই আবারও আগের অবস্থা৷ মাত্র ৩৭ সেকেণ্ডে তিনি চার ধরনের ডিজাইন দেখান৷

কিন্তু এমন অদ্ভুদ কাজ কীভাবে করলেন তিনি!

কৌশল খুঁজতে গিয়ে জানা গেল, ভিডিওটি ‘রিভারস' বা উলটো করে চালানো হয়েছে৷ আর তাতেই লুকিয়ে আছে সব রহস্য৷

এবার তাহলে আপনিও চেষ্টা করে দেখবেন নাকি?

করলে আমাদে্রও জানান কেমন ছিল সেই অভিজ্ঞতা৷ লিখুন নীচের ঘরে৷

এএম/ডিজি