৫০০ টাকার জন্য চীনা নাগরিক খুন?
১৫ ডিসেম্বর ২০১৬বিদেশিদের আতঙ্কিত না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি ডয়চে ভেলেকে তিনি বলেছেন, ‘‘এটি একটি বিচ্ছিন্ন ঘটনা৷ তিনি নিরাপদ বোধ করেছেন বলেই তো যশোরের প্রত্যন্ত এলাকায় ব্যবসা করতেন৷ এটি নিছক ডাকাতির ঘটনা৷ আমরা হত্যাকারীদের ধরে ফেলেছি৷ এটার জন্য বিদেশিদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই৷ আমরাও সচেতন আছি৷''
নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছি৷ তারপরও এই ধরনের বিচ্ছিন্ন হত্যাকাণ্ড ঘটে গেলে বিদেশিরা আতঙ্কিত হতে পারেন৷ ফলে তারা যেখানে কাজ করেন, বা যাদের সঙ্গে কাজ করেন, তাদের ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে খোঁজ খবর নিতে হবে৷ এখানে বিরোধী রাজনৈতিক মতাদর্শের লোকজনও কিছু ইন্ধন দিতে পারে৷ যশোরের ঘটনায় তেমনটি হয়েছে কিনা, সেটা নিশ্চিত করে এখনই বলা সম্ভব নয়৷ তবে সরকারকে এ ব্যাপারে আরো কঠোর হতে হবে৷ পাশাপাশি এই হত্যাকাণ্ডগুলো অপরাধীদের দ্রুত খুঁজে বের করে বিচারের আওতায় আনলে মানুষ আস্বস্ত হবে৷''
বৃহস্পতিবার সকালে চীনা নাগরিক চেং হেসং (৪৫) এর লাশ উদ্ধার করে যশোরের পুলিশ৷ তাকে প্রথমে রড দিয়ে পিটিয়ে ও পরে ব্লেড দিয়ে কেটে হত্যা করে লাশ বস্তায় ভরে রেখে দেয় খুনিরা৷ নিহত চীনা নাগরিকের গাড়ি চালক মামুন জানান, গাড়ির বিল হিসেবে অতিরিক্ত ৫০০ টাকা দিতে রাজি না হওয়ায় চেং হেসংকে হত্যা করেছে গ্রেপ্তার হওয়া দুই ব্যক্তি৷
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুধু ৫০০ টাকার ঘটনা নয়, দুই লাখ টাকার একটি চেকও ছিল সেখানে৷ পাশাপাশি হত্যাকাণ্ডের পর নগদ ২৬ হাজার টাকাও তারা নিয়ে যায়৷ ওই চেকসহ নগদ টাকা খুনিদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে৷ তাদের আর অন্য কোনো ‘মোটিভ' ছিল কিনা তা খুঁজে দেখা হচ্ছে৷''
বৃহস্পতিবার সকালে যশোর উপশহরের মহিলা কলেজের পাশে ২ নম্বর সেক্টরের ৩৪ নম্বর বাড়ি থেকে চীনা নাগরিকের লাশ উদ্ধার করে পুলিশ৷ তিনি মূলত চীন থেকে ইজিবাইকের ব্যাটারি আমদানি করে এ অঞ্চলে ব্যবসা করতেন৷ এই খুনের ঘটনায় চীনা নাগরিকের দুই সহকারী নাজমুল হাসান পারভেজ (২৬) ও তার ভাইপো মুক্তাদির রহমানকে (২০) আটক করেছে পুলিশ৷ যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ‘ফরিদা ভিলা' নামের তিনতলা বাড়িটির নিচতলায় চীনা নাগরিক চেং হেসংকে টাকার জন্য তাঁর সহকারী নাজমুল ও নাজমুলের ভাইপো মুক্তাদির রড বা লোহার পাইপ জাতীয় কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত ও পিটিয়ে হত্যা করে৷ ব্লেড দিয়ে তাঁর দেহ কাটে৷ বস্তায় ভরে লাশ টয়লেটে রেখে দেয়৷
নিহতের স্ত্রী ঢাকায় থাকেন৷ তিনি রাতে কয়েকদফা ফোন করেও চেং হেসংকে না পেয়ে নাজমুলকে ফোন দেন৷ তখন নাজমুল জানায়, ‘‘স্যারকে খুঁজে পাওয়া যাচ্ছে না৷'' সেইসময় তার স্ত্রী বিষয়টি থানায় অবহিত করতে বলেন৷ পুলিশ জানায়, গভীর রাতে নাজমুল কোতোয়ালি থানায় এ বিষয়ে জানাতে গেলে পুলিশ তাকেই সন্দেহ করে আটক করে৷ পরে তার স্বীকারোক্তি অনুযায়ী মুক্তাদিরকে আটক করা হয়৷ তারাই পুলিশকে খুনের বিষয়টি জানায়৷
ওই বাড়ির মালিক মাসুদুর রহমান স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, চেং হেসং প্রায় সাত মাস তার বাড়িটি ভাড়া নিয়েছিলেন৷ এখানে তার গো-ডাউন রয়েছে৷ কোতোয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, তিনি ২০১৪ সাল থেকে বাংলাদেশে ব্যবসা করছেন৷ তিনি সর্বশেষ বাংলাদেশে আসেন ২০১৬ সালের ২৭ নভেম্বর৷
এদিকে গুলশানে জঙ্গি হামলার পর বিদেশিদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার পরেও শংকা কাটছে না৷ অনেক প্রকল্পের গুরুত্বপূর্ণ পদের পরামর্শক বাংলাদেশে ফিরে না আসায় প্রকল্প বাস্তবায়নে ধীর গতি তৈরি হয়েছে৷ জাপানের অনেক বিশেষজ্ঞ ঢাকায় বসে কাজ করলেও নিরাপত্তা সংক্রান্ত ‘কোড অব কন্ডাক্ট'-এর কারণে প্রকল্প এলাকায় যাচ্ছেন না৷ ইনক্লুসিভ সিটি গভর্নেন্স প্রকল্পে ২২ পরামর্শকের মধ্যে বেশিরভাগই দেশে যাওয়ার পর আর ফিরে আসেননি৷ শুধু এই প্রকল্পে চলতি অর্থ বছরে দেড়শ কোটি টাকা অব্যবহৃত থাকবে বলে অর্থনেতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে৷
গত ১ জুলাই গুলশানে হোলি অর্টিজান রেস্টুরেন্টে জঙ্গি হামলায় সাতজন জাপানিসহ মোট ১৭ জন বিদেশি নিহত হয়৷ নিহত ওই জাপনিরা বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিয়োজিত ছিলেন৷ এই ঘটনার পর সারাদেশে নিরাপত্তা জোরদার করেছে সরকার৷ বিশেষ করে বাংলাদেশে অবস্থানরত বিদেশিদের জন্য বিশেষ নিরাপত্তা নেয়া হয়েছে৷ জাইকার কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে চিন্তিত থাকলেও কিছু প্রকল্পে আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষও প্রকাশ করেছে৷ দেশের পশ্চিমাঞ্চলের ব্রিজ উন্নয়নের প্রকল্পে জাইকা লিখিতভাবে নিরাপত্তায় সন্তুষ্টির কথা জানিয়েছে৷
কয়েকদিন আগে জাপান থেকে ফিরে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের বলেছেন, জাপান সরকার বাংলাদেশের নেয়া পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে৷ তারা বাংলাদেশে তাদের নাগরিকদের উপর আরোপ করা বিধিনিষেধ তুলে নিয়েছে৷ এখন তারা সব ধরনের প্রকল্পে অংশগ্রহণ করবে এবং অন্য কর্মকর্তারাও বাংলাদেশে আসবেন৷
এছাড়া গত ১১ নভেম্বর বাংলাদেশ সফর করে ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী বেনদেত্তো দেল্লা ভেদোভা জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছেন৷ একই সঙ্গে জঙ্গি দমনে সরকারের নেওয়া ব্যবস্থায় সন্তোষও প্রকাশ করেছে দেশটি৷ হোলি আর্টিজান রেস্তোরাঁয় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নয় ইটালীয় নিহত হওয়ার পরে ইটালির কাছ থেকে এমন আশ্বাসকে বিশ্লেষকরা ইতিবাচক হিসেবে দেখছেন৷
হোলি আর্টিজানে জঙ্গি হামলার ঘটনার আগে গুলশানেই ইটালির আরেক নাগরিক সিজার তাবেলা খুন হন৷ পুলিশ সূত্রে জানা গেছে, সিজার তাবেলা হত্যা মামলার বিচারকাজ আদালতে চলছে৷ পাশাপাশি হোলি আর্টিজানের ঘটনার পর দেশজুড়ে জঙ্গিবিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী৷ এই ঘটনায় দায়ের হওয়া মামলাটিরও চার্জশিট দেয়ার পর্যায়ে চলে এসেছে৷ রংপুরে খুন হওয়া জাপানি নাগরিক হোসিও কুনি হত্যা মামলার চার্জশিটও আদালতে দাখিল করা হয়েছে৷ শিগগিরই এই মামলারও বিচার কাজ শুরু হবে৷