1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক স্ট্যাটাসের জন্য জেল

১৪ সেপ্টেম্বর ২০১৭

ফেসবুকে তিনি লিখে জানিয়েছিলেন, কেউ যদি হিলারি ক্লিন্টনের মাথা থেকে একটি চুল তুলে আনতে পারেন, তাহলে তাকে ৫০০০ ডলার পুরস্কার দেবেন৷ এ কারণে জেলে যেতে হচ্ছে মার্টিন স্ক্রেলিকে৷

https://p.dw.com/p/2jwJx
USA Martin Shkreli
ছবি: picture-alliance/AP Photo/S. Wenig

মার্টিন স্ক্রেলি নামটি যুক্তরাষ্ট্রে আগে থেকেই বিতর্কিত৷ ২০১৫ সাল থেকেই তিনি ‘অ্যামেরিকার সবচেয়ে ঘৃণিত মানুষ' হিসেবে পরিচিত৷ তখন একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির নির্বাহি ছিলেন স্ক্রেলি৷ ড্যারাপ্রিম নামের একটি ওষুধের দাম সাড়ে ১৩ ডলার থেকে বাড়িয়ে রাতারাতি ৭৫০ ডলার করে দেয়ায় নিন্দার ঝড় উঠেছিল তার বিরুদ্ধে৷ এইচআইভি-তে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য গুরুত্বপূর্ণ এই ওষুধটির দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়ায় অনেকেই তখন বলেছেন, যুক্তরাষ্ট্রে এত ঘৃণ্য কাজ করার মতো মানুষ সম্ভবত আর একটিও নেই৷

সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাসের জন্য আবার সংবাদ শিরোনামে উঠে আসে মার্টিন স্ক্রেলির নাম৷ স্ট্যাটাসে স্ক্রেলি জানান,

হিলারি ক্লিন্টনতাঁর ‘হোয়াট হ্যাপেনড' বইয়ের প্রকাশনা উপলক্ষ্যে সফর করার সময় কেউ যদি তাঁর মাথা থেকে একটি চুল ছিড়ে এনে দিতে পারেন, তাহলে তাকে তিনি ৫০০০ ডলার পুরস্কার দেবেন৷ স্ট্যাটাসটি প্রকাশের পরই মামলা হয়৷ মামলায় মানুষের জীবনের জন্য হুমকি সৃষ্টির অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার তাকে কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত৷ স্ক্রেলি অবশ্য দাবি করেছিলেন, ফেসবুক স্ট্যাটাসটি নিছক রাজনৈতিক রঙ্গরস, কারো জন্য হুমকি সৃষ্টির ইচ্ছা একেবারেই তার ছিল না৷ স্ট্যাটাসটির জন্য লিখিতভাবে দুঃখ প্রকাশও করেছিলেন তিনি৷ তারপরও শাস্তি এড়ানো সম্ভব হয়নি৷ জামিনের আবেদনও ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে আদালত৷ সুতরাং যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, সাবেক ফার্স্টলেডি এবং সাবেক প্রেসিডেন্ট প্রার্থীর মাথা থেকে একটি চুল তুলে আনার জন্য পুরস্কার ঘোষণা করার শাস্তি পেতেই হচ্ছে তাকে৷

এসিবি/ডিজি (এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান