1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দোটানায় ভারত-ইরান সম্পর্কের গতিপ্রকৃতি

১ জুন ২০১২

দুদিনের নতুন দিল্লি সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি ভারতের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে৷ আলোচনার কেন্দ্রবিন্দু ছিল জ্বালানি শক্তি৷

https://p.dw.com/p/156R9
ছবি: AP

পরমাণু ইস্যুতে ইরানের ওপর একদিকে জাতিসংঘের নিষেধাজ্ঞা, অপর দিকে অন্যান্য ইস্যুতে পশ্চিমা দেশগুলির একতরফা চাপ – এই রকম পরিস্থিতিতে ভারতের এখন ‘শ্যাম রাখি না কুল রাখি' অবস্থা৷ ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে দোটানায় রয়েছে ভারত৷

শুক্রবার প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর সঙ্গে সাক্ষাৎকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি আগামী অগাস্টে তেহেরানে নির্জোট দেশগোষ্ঠীর শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদের আমন্ত্রণপত্র তাঁকে দেন৷ ভারতের অর্থমন্ত্রীর সঙ্গেও দেখা করেন তিনি৷

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি এবং পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণার মধ্যে প্রতিনিধি স্তরে আলোচনা হয় বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে৷ তবে আলোচনার শীর্ষে ছিল জ্বালানি শক্তি৷ কৃষ্ণা স্বীকার করেন, পশ্চিমা বিশ্বের সর্বশেষ নিষেধাজ্ঞা বলবৎ হলে তেলের বাজারে সঙ্কট বাড়বে৷ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারতীয় তেল কোম্পানিগুলিকে পরিবর্তিত বাজারে তেল আমদানির জন্য বেছে নিতে হবে নিজেদের পথ৷ তবে বিশ্বায়নের যুগে ভারতের বৈধ বাণিজ্যে নিষেধাজ্ঞার প্রভাব পড়তে দেয়া হবেনা, বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী৷

ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে ভারতকে আমদানির বিভিন্ন উৎস সন্ধান করতে হয়৷ সেই প্রেক্ষিতে ইরান ভারতের এক নির্ভরযোগ্য সঙ্গী দেশ এবং ভারতের জন্য মধ্য এশিয়ার তোরণদ্বার৷ একই সুরেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জ্বালানি শক্তি চাহিদা পূরণে ইরান বিশ্বস্ত দেশ ভারতের৷

এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ি ডয়চে ভেলেকে বললেন, ভারতের জ্বালানি শক্তির চাহিদা পূরণে এই মুহূর্তে ইরানকে বাদ দিয়ে ভাবা অসম্ভব৷ শুধু এনার্জি কেন, স্ট্র্যাটিজিক, ভূ-রাজনৈতিক অবস্থান, ঐতিহাসিক সম্পর্ক, কোনদিক থেকেই ইরানকে বাদ দেয়া সম্ভব নয় ভারতের পক্ষে৷ মার্কিন চাপ থাকলেও চীনকে আটকাতে ভারতকে সরাসরি বাদ দিতে পারবেনা যুক্তরাষ্ট্র৷ এক স্ট্র্যাটিজিক পার্টনার হিসেবে ভারত উঠে আসছে যুক্তরাষ্ট্র এবং ইইউ-এর কাছে৷ সেই জায়গা থেকে ইরানের সঙ্গে একটা স্থিতাবস্থা বজায় রাখতে চাইবে ভারত৷

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় দিল্লিতে গত ফেব্রুয়ারিতে ইসরায়েলি কূটনীতিকের পত্নির ওপর বোমা হামলার পেছনে ইরানের সন্ত্রাসীদের হাত আছে – এই অভিযোগ নিয়ে তদন্ত করতে ভারতীয় তদন্তকারী দলকে ইরানে যাবার অনুমতি দেবার অনুরোধ জানান কৃষ্ণা৷ ইরান তা বিবেচনা করার আশ্বাস দিয়েছে৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য