1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিষেধাজ্ঞার হুমকি

৩১ মার্চ ২০১২

ইরানকে পরমাণু কর্মসূচি থেকে ফেরাতে চাপ বাড়িয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা গোষ্ঠী৷ এবার ইরান থেকে তেল আমদানিকারী দেশগুলোর উপর নিষেধাজ্ঞার হুমকি দিলেন বারাক ওবামা৷ তবে ওবামার এ হুমকির সমালোচনা করেছে চীন৷

https://p.dw.com/p/14Vob
U.S. President Barack Obama listens to remarks during the plenary session of the Nuclear Security Summit at the Coex Center in Seoul, South Korea, Tuesday, March 27, 2012. (Foto:Susan Walsh/AP/dapd)
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাছবি: dapd

প্রেসিডেন্ট ওবামার হুমকি

ইতিমধ্যে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞাসহ কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে অ্যামেরিকা ও ইউরোপ৷ তবুও ইরানকে নতি স্বীকার করাতে ব্যর্থ হয়ে এবার ইরান থেকে তেল আমদানিকারী দেশগুলোর উপর চাপ বাড়াতে এমনকি নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ কিন্তু মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপকে ভালো চোখে দেখছে না বিশ্বের অনেক শক্তিধর দেশ৷ ইতিমধ্যে ওবামার এমন ঘোষণা প্রত্যাখ্যান করেছে চীন৷ অন্যান্য দেশও নিয়েছে এই ক্ষেত্রে মিশ্র অবস্থান৷

ওবামার হুমকির ব্যাপারে চীনের অবস্থান

ইরান থেকে তেল আমদানিকারী দেশগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন ঘোষণার একদিন পরই তার সমালোচনা করেছে চীন৷ ইরান থেকে সবচেয়ে বেশি পরিমাণে তেল আমদানিকারী দেশগুলোর অন্যতম চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার ওবামার পদক্ষেপের প্রতিবাদ জানিয়ে বলেছে, অন্য কোন দেশকে শাস্তি দেওয়ার অধিকার এককভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নেই৷ বিবৃতিতে বলা হয়, ‘‘চীন সবসময় অভ্যন্তরীণ আইনের উপর ভিত্তি করে এক দেশের ওপর আরেক দেশের এককভাবে নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে৷ এছাড়া এককভাবে তৃতীয় কোন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তও গ্রহণযোগ্য হতে পারে না৷''

Autor le0nmd Portfolio ansehen Bildnummer 32733433 Land Deutschland Repräsentative Kategorie Abstrakt Zeichen / Symbol Konzeptionelle Kategorie Soziale Fragen Kriminalität Krieg Keywords against agenda ahmadinejad allied america amerika army atom axis besatzung china christen conquer crises einmarsch fight gegen global globalisierung iran islam israel krieg krise kämpfen macht mittlerer mächte naher nato navy neue nuklear ordung osama ost osten revolution seals states taliban terror united usa versus war weltkrieg west world öl
ইরান ও অ্যামেরিকার জাতীয় পতাকার মুখোমুখি প্রতীকী অবস্থানছবি: Fotolia/le0nmd

তবে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার বিরুদ্ধে বাকযুদ্ধ চালিয়ে গেলেও চীনের কর্মকাণ্ড পরষ্পর বিরোধী৷ সেটা হলো, একদিকে চীন বলছে ইরান থেকে প্রয়োজন মতো তেল আমদানি করার অধিকার তাদের রয়েছে৷ অন্যদিকে, সম্প্রতি ইরান থেকে তেল আমদানির হার হ্রাস করেছে বেইজিং৷ তবে তেল হ্রাসের কারণ মার্কিন চাপ কিনা তা স্পষ্ট নয়৷ কারণ সরকার এ ব্যাপারে স্পষ্ট কোন ব্যাখ্যা না দিলেও চীনের ব্যবসায়ী এবং শিল্প প্রতিষ্ঠানগুলো বলছে, মার্কিন চাপের চেয়ে বরং তেলের দাম নিয়ে ইরানের সাথে মতভেদের কারণেই তেল আমদানির পরিমাণ কমানো হয়েছে৷ তবে খোলামেলাভাবে না বললেও ওয়াশিংটন বরাবরই ইরানের বদলে সৌদি আরব কিংবা অন্য কোন দেশ থেকে তেল আমদানির জন্য বেইজিং এর সাথে দেনদরবার করে আসছে৷ এ বছরের শুরুতে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও সৌদি আরব সফরে গেলে, সৌদি সরকারও এ ব্যাপারে তাদের সম্মতির কথা জানিয়েছে৷

অন্যান্য দেশগুলোর প্রতিক্রিয়া

তবে ওবামার এই নতুন নিষেধাজ্ঞার হুমকির বাইরে রয়েছে ইউরোপীয় ইউনিয়ের ১০টি দেশ এবং জাপান৷ কারণ তারা ইতিমধ্যে ইরান থেকে তেল আমদানি হ্রাস কিংবা বন্ধ করেছে৷ এর বাইরে অ্যামেরিকার নিষেধাজ্ঞার হুমকির মধ্যে রয়েছে ভারত, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ কোরিয়া৷ সৌল অবশ্য ইরান থেকে তেল আমদানি হ্রাসের ক্ষেত্রে ওয়াশিংটনের সাথে ঐকমত্যের কথা জানিয়ে দিয়েছে৷ কিন্তু জ্বালানির অভাবে থাকা ভারত ইরান থেকে নিজস্ব চাহিদার ১২ শতাংশ তেল আমদানি করে৷ তারা বলেছে, যুক্তরাষ্ট্র এবং ইইউ-এর একক নিষেধাজ্ঞার ব্যাপারে তার কান দেবে না৷ তবুও ভারত এবং তুরস্কও ধীরে ধীরে ইরান থেকে তেল আমদানি কমিয়েছে - এমনটিই জানা গেছে তাদের সাম্প্রতিক বাণিজ্যিক হিসাব থেকে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই, এপি/রয়টার্স

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য