1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুক্তরাষ্ট্রের চাপে ইরান-নির্ভরতা কমাতে চাইছে ভারত

১৮ মে ২০১২

তুর্কমেনিস্তান থেকে গ্যাস আমদানি চুক্তি সই করার বিষয়টি অনুমোদন করেছে মনমোহন সিং সরকার৷ তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তানকে নিয়ে বহুরাষ্ট্রীক এ চুক্তিতে যোগ দিয়ে তেল আমদানি নীতিতে ইরান নির্ভরতা কমাতে চাইছে নতুন দিল্লি৷

https://p.dw.com/p/14xUB

অবশ্য এ বিষয়ে কূটনৈতিক ভুল বার্তা যাতে না যায়, সে বিষয়ে মনমোহন সিং সরকার সতর্ক৷ গত বুধবার সংসদে তেল ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী আগামী অর্থবর্ষে ইরান থেকে তেল আমদানি ১১ শতাংশ কম করার কথা বলেন৷ কোন দেশ থেকে তেল আমদানি করা হবে, তা নিয়ে সিদ্ধান্ত নেয় দেশের শোধনাগারগুলি৷ প্রযুক্তিগত, বাণিজ্যিক ও অন্যান্য বিষয়গুলি বিবেচনায় রাখা হয় বলেন তিনি৷ কূটনৈতিক মহলের মতে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন'এর ভারত সফরের সপ্তাহ খানেকের মধ্যেই এই পরিবর্তন খুবই তাৎপর্যপূর্ণ৷

ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে শক্তির বিকল্প উৎস হিসেবে তুর্কমেনিস্তান-আফগানিস্তান-পাকিস্তানকে নিয়ে ৭৬০ কোটি মার্কিন ডলারের গ্যাস পাইপলাইন সংক্ষেপে ‘তাপি' চুক্তিতে সামিল হবার সিদ্ধান্ত নিয়েছে নতুন দিল্লি৷ চুক্তির যে বিষয় নিয়ে মতবিরোধ ছিল, তার মীমাংসা হয়ে গেছে৷ দাবিমত আফগানিস্তান ও পাকিস্তানকে ‘ট্রানজিট ফি' দিতে রাজি হয়েছে ভারত৷ চুক্তি সই করতে তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী আগামী ২৩শে মে যাবেন তুর্কমেনিস্তানে৷

Hillary Clinton Manmohan Singh Indien USA Delhi
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন’এর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং...ছবি: AP

পাইপলাইনে দৈনিক ৯ কোটি মেট্রিক কিউবিক মিটার গ্যাস সরবরাহ করা হবে৷ উল্লেখ্য, ভারত-পাকিস্তান-ইরান পাইপলাইন প্রকল্প যাতে কার্যকর না হয়, তারজন্য অ্যামেরিকা ক্রমাগত ভারত ও পাকিস্তানের ওপর চাপ দিয়ে আসছিল৷ তার বিকল্প হিসেবে ‘তাপি' পাইপলাইনকে সমর্থন দিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র৷

অন্যদিকে, ভারত যাতে তার জ্বালানি শক্তি সমস্যা কাটিয়ে উঠতে পারে, তার জন্য সাহায্যপ্রস্তাব নিয়ে ওবামা প্রশাসনের বিশেষ দূত এসেছেন নতুন দিল্লিতে৷ ভারতীয় প্রতিনিধি ও তেল ও প্রাকৃতিক গ্যাস কমিশনের সঙ্গে এক বৈঠকে ওবামা'র দূত শেল-গ্যাস তরলীকৃত করে ভারতে পাঠানোর প্রস্তাব দেন৷

পরমাণু ইস্যুতে ইরানের ওপর চাপ বাড়াতে ভারতকে যে সদর্থক ভূমিকায় যুক্তরাষ্ট্র দেখতে চায়, সেটা হিলারি ক্লিন্টন বেশ ভালোভাবেই বুঝিয়ে গেছেন ভারতের শীর্ষ নেতৃত্বকে - এমনটাই মনে করছেন দিল্লির কূটনৈতিক শিবির৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য