1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লির আম আদমির ৩০ দিন

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি২৯ জানুয়ারি ২০১৪

ভারতের দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি সরকারের ৩০ দিন শেষ হলো৷ সময় হিসেবে একমাস বেশি না হলেও নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ হয়েছে নামমাত্র৷

https://p.dw.com/p/1AyUh
Arvind Kejriwal Indien Ministerpräsident Vereidigung
ছবি: RAVEENDRAN/AFP/Getty Images

মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর থেকেই একটার পর একটা বিতর্কে জড়িয়ে পড়েছে তাঁর সরকার৷ আম আদমি পার্টির নির্বাচনি ইশতেহারের প্রেক্ষিতে তবু একবার চোখ বুলিয়ে নেয়া যাক কেজরিওয়াল সরকারের সাফল্য ও ব্যর্থতার দিকে৷ মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের দাবি, তাঁর সরকার একমাসে যা করে দেখিয়েছেন, কোনো রাজ্য সরকার তা পারেননি৷ এই দাবি আংশিক সত্য৷ যেমন ক্ষমতায় এলে দিল্লিবাসীদের বিদ্যুতের বিল অর্ধেক করার কথা ছিল৷ কিন্তু করা হয়েছে সেইসব বাড়িতে, যাদের বিদ্যুৎ খরচ হয় ৪০০ ইউনিটের কম৷ সেই হিসেবে প্রায় অর্ধেক পরিবার সেই সুবিধা পাচ্ছে না৷ কথা ছিল পরিবার পিছু ৭০০ লিটার পানীয় জল দেয়া হবে বিনামূল্যে৷ আসলে দেয়া হচ্ছে সেইসব পরিবারকে যাদের বাড়িতে আছে জলের মিটার৷ সেদিক থেকে দিল্লির ২৫ লাখ পরিবারের মধ্যে জলের মিটার আছে মাত্র ১৭ লাখ বাড়িতে৷ তারমধ্যে ৩০ শতাংশ অকেজো৷

প্রতিশ্রুতি ছিল ভিআইপি কালচার বন্ধ করার৷ সেটা হয়েছে৷ তুলে নেয়া হয়েছে মন্ত্রী এবং বিধায়কদের গাড়ি থেকে লালবাতি৷ তবে এই কৃতিত্ব শুধু কেজরিওয়ালের নয়৷ সুপ্রিম কোর্টের নির্দেশও ছিল সেই রকম৷ বড় প্রতিশ্রুতি ছিল, দুর্নীতি বিরোধী জন লোকপাল বিল ক্ষমতায় আসার ১৫ দিনের মধ্যেই পাস করানো হবে৷ তবে বলা হচ্ছে, জন লোকপাল বিলের খসড়া তৈরি৷ রামলীলা ময়দানে বিধানসভার বিশেষ অধিবেশনে আম জনতার সামনে তা আনুষ্ঠানিকভাবে পাস করানো হবে৷

কী কী প্রতিশ্রুতি পালন করতে এখনো পারেনি আম আদমি সরকার? ঠিকা শ্রমিক ও চুক্তিবদ্ধ কর্মীদের চাকরি পাকা হয়নি৷ দিল্লিতে প্রায় লাখ খানেক অস্থায়ী কর্মী আছে৷ দিল্লিতে গৃহহীনদের রাত্রিবাসের ব্যবস্থার কোনো উন্নতি হয়নি৷ কথা ছিল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে গৃহহীনদের জন্য অস্থায়ী কেবিন ঘর তৈরি করে দেয়া হবে৷ তার পরিবর্তে বানানো হয়েছে প্লাস্টিক চাদরের অস্থায়ী আস্তানা৷ দিল্লির ঠান্ডায় এপর্যন্ত মারা গেছে ১৭৮ জন গৃহহীন৷ গরিবদের রাত্রিবাসের পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন দিল্লি হাইকোর্ট৷ দিল্লি ও তার আশপাশ এলাকার জন্য ৫,৫০০ অটো রিক্সার নতুন পারমিট দেবার কথা ছিল, তা দেয়া হয়নি এখনো৷ উপরন্তু অটোরিক্সার জ্বালানি প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানো হয়েছে৷ কেজরিওয়াল সরকার এখনো অবধি মহিলাদের নিরাপত্তা দিয়ে উঠতে পারেনি৷ সরকার বলেছিল মহিলাদের নিরাপত্তার জন্য প্রতি ওয়ার্ডে নাগরিক সুরক্ষা বাহিনী মোতায়েন করা হবে৷ দিল্লির মুখ্যসচিবের নেতৃত্বে গঠন করা হবে মহিলা সুরক্ষাদল৷ মহিলাদের সুরক্ষার সঙ্গে কোনো আপোশ নয়৷ অবাধে চলেছে দিল্লির রাস্তাঘাটে মহিলা নিগ্রহ ও ধর্ষণের ঘটনা৷

আম আদমি সরকারের প্রতিশ্রুতি এবং পালনের মধ্যে এখনো বিস্তর ফারাক৷ উপরন্তু দিল্লি সরকার প্রথম থেকেই যেভাবে বিতর্কে জড়িয়ে পড়ছে তাতে ভাবমূর্তি ম্লান হচ্ছে৷ দলের মধ্যেই বিদ্রোহ মাথা তুলছে৷ বিধায়ক বিনোদ বিন্নি দলতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদে অনশনে বসেছেন৷

নাগরিক সমাজের মতে, কেজরিওয়ালের উদ্দেশ্য মহৎ হলেও তা কার্যকর করার অনভিজ্ঞতা পদে পদে স্পষ্ট৷ সেটা সংশোধন করতে না পারলে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভাষায় ‘‘জনপ্রিয়তার নামে নৈরাজ্য'' দেখা দিতে পারে৷ আম আদমি পার্টির মুখপাত্র যোগেন্দ্র যাদব অবশ্য মনে করেন, সরকার চালাবার অনুকূল পরিবেশ তাদের নেই৷ প্রথমত সংখ্যালঘু সরকার, দ্বিতীয়ত রাজধানী দিল্লির দ্বৈত প্রশাসনিক কাঠামো৷ পুলিশ, আইনশৃঙ্খলা এবং জমি দিল্লি সরকারের অধীনে নেই – যেটা অন্যান্য রাজ্যে থাকে৷ তা সত্ত্বেও এক মাসে আম আদমি সরকার যা করে দেখিয়েছে তা অতুলনীয় সন্দেহ নেই৷ আম জনতার আশা কমছে না, বাড়ছে৷ আগামী সংসদীয় নির্বাচনের পর আম আদমি পার্টি হবে অন্যতম জাতীয় দল, বলেন তিনি৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য