1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজদক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ায় তরুণ ডাক্তারদের কাজে ফেরার আলটিমেটাম

২৬ ফেব্রুয়ারি ২০২৪

বিক্ষোভরত তরুণ ডাক্তারদের ফেব্রুয়ারির মধ্যে কাজে ফেরার আলটিমেটাম দিয়েছে দক্ষিণ কোরিয়ার সরকার৷ সোমবার সরকার বলেছে, অন্যথায় এর গুরুতর ফল ভোগ করতে হবে তাদের৷

https://p.dw.com/p/4ctvI
দক্ষিণ কোরিয়ায় তরুণ ডাক্তারদের বিক্ষোভ
কাজে না ফিরলে মেডিক্যাল লাইসেন্স তিন মাসের স্থগিত করা হতে পারে বলে জানা গেছেছবি: Ahn Young-joon/AP Photo/picture alliance

সম্প্রতি পূর্ব এশিয়ার দেশটির সরকার মেডিকেল স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর ঘোষণার পর দুই-তৃতীয়াংশ আবাসিক ও ইন্টার্ন চিকিৎসক প্রতিবাদে পথে নামে৷ সরকার বলছে, ইন্টার্ন ও আবাসিক ডাক্তারদের কর্মবিরতীর ফলে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে৷ তাই তাদের ফেব্রুয়ারির শেষ নাগাদ কাজে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে৷

মেডিক্যাল স্কুলগুলোতে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের পেছনে যুক্তি ছিল- দেশে বয়স্ক লোকের সংখ্যা বাড়ছে এবং সেজন্য বেশি ডাক্তারের প্রয়োজন হবে৷

নিরাপত্তা মন্ত্রী লি সাং-মিন পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ছে বলে মনে করেন৷ তিনি বলেন, ‘‘পরিস্থিতির গভীরতা বিবেচনা করে সরকার তাদের কাছে শেষ আবেদন করছে৷ যদি ২৯ ফেব্রুয়ারির মধ্যে কাজে ফেরেন, তাহলে এখন পর্যন্ত যে পরিস্থিতির তৈরি হয়েছে তার জন্য আপনাদের দায়ী করা হবে না৷''

তিনি বলেন, রোগীদের পাশে থাকলে, আন্দোলনকারীদের কথা শোনা হবে৷ অন্যথায় মেডিক্যাল লাইসেন্স তিন মাসের স্থগিত করা হতে পারে বলে জানা গেছে৷

এদিকে, সিনিয়র ডাক্তার ও প্রাইভেট প্র্যাকটিশনাররা ওয়াকআউটে যোগ না দিলেও তারা সরকারের পরিকল্পনার বিরুদ্ধে সমাবেশ করেছে৷

তবে দক্ষিণ কোরিয়ার জনগণের একটি উল্লেখযোগ্য অংশ এই উদ্যোগকে সমর্থন করেছে৷ একটি সাম্প্রতিক জরিপে এই ইঙ্গিত পাওয়া গেছে৷

রাষ্ট্রপতি ইউন সুক ইওল এই প্রস্তাবের নেতৃত্ব দেন৷ এর লক্ষ্য চিকিৎসা শিক্ষার প্রসার, পরিষেবা উন্নত করা এবং ডাক্তারদের উদ্বুদ্ধ করা৷

এই সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচকদের যুক্তি হলো, সরকারের উদ্দেশ্য রাজনৈতিক৷ বিশেষ করে সাধারণ নির্বাচন সামনে রেখে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে, যার নেতিবাচক প্রভাব পড়তে পারে চিকিৎসা ব্যবস্থায়৷

জেডএ/এসিবি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য