তালাবদ্ধ ঘরে দম্পতির পচে যাওয়া লাশ
১৮ অক্টোবর ২০২২ঘর থেকে দুর্গন্ধ বের হলে তাদের মৃত্যুর বিষয়টি স্থানীয়রা জানতে পারে৷ তাদের কাছে খবর পেয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানিয়েছেন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ৷
নিহতরা হলেন- সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর শাকচর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ছৈই মিঝি বাড়ির আবু ছিদ্দিক (৭৩) ও তার স্ত্রী আতরের নেছা (৬২) ৷
নিহত আবু ছিদ্দিকের ভাতিজা আবদুল হান্নান বলেন, ‘‘আমার জেঠা ও জেঠির নিজেদের কোনো সন্তান নেই ৷ আবদুর রহিম নামের তাদের একটি পালক ছেলে আছে ৷ সে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকে ৷ একতলা ভবনের বাসায় জেঠা ও জেঠি ছাড়া আর কেউ থাকতো না ৷
‘‘রাতে ঘর থেকে দুর্গন্ধ বের হলে তাদের মৃত্যুর বিষয়টি লোকজন জানতে পারে ৷ পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘর থেকে তাদের গলিত লাশ দেখতে পায় ৷”
হান্নান আরও জানান, তার জেঠা আবুধাবী প্রবাসী ছিল ৷ প্রায় ১৫ বছর ধরে তিনি বাড়িতে আছেন ৷ কয়েক বছর থেকে পালক ছেলের সঙ্গে জেঠা ও জেঠির সম্পর্ক ভালো যাচ্ছিলো না৷ শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান বলেন, ‘‘বৃদ্ধ দম্পতির গলিত মৃতদেহ খাটের উপর পড়ে ছিলো ৷ ধারণা করা হচ্ছে, কেউ ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে পালিয়ে যায় ৷”
পুলিশ সুপার বলেন, ‘‘গলায় কাপড় পেচানো অবস্থায় দুজনের লাশ খাটে উপর পড়ে ছিল ৷ মৃতদেহ অনেকটাই গলে গেছে ৷ চার থেকে পাঁচ দিন আগে শ্বাসরোধ করে কেউ তাদের হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে ৷ ‘‘বাড়ির গেটে তালা এবং দরজা ভেতর থেকে আটকানো থাকলেও ছাদের দরজা খোলা পাওয়া গেছে ৷ ঘর থেকে কোনো জিনিসপত্র খোয়া গেছে কিনা দেখা হচ্ছে ৷”
সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে ৷ হত্যাকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার৷
এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)