1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তালাবদ্ধ ঘরে দম্পতির পচে যাওয়া লাশ

১৮ অক্টোবর ২০২২

লক্ষ্মীপুরের সদর উপজেলার শাকচরে তালাবদ্ধ একটি ঘর থেকে এক দম্পতির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে৷ চার পাঁচ দিন আগে কেউ তাদের শ্বাসরোধ করে হত্যা করেছে বলে পুলিশের ধারণা৷

https://p.dw.com/p/4IJD2
প্রতীকী ছবিছবি: Getty Images

ঘর থেকে দুর্গন্ধ বের হলে তাদের মৃত্যুর বিষয়টি স্থানীয়রা জানতে পারে৷ তাদের কাছে খবর পেয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জেলার পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ জানিয়েছেন ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ৷

নিহতরা হলেন- সদর উপজেলার শাকচর ইউনিয়নের উত্তর শাকচর গ্রামের ১ নম্বর ওয়ার্ডের ছৈই মিঝি বাড়ির আবু ছিদ্দিক (৭৩) ও তার স্ত্রী আতরের নেছা (৬২) ৷

নিহত আবু ছিদ্দিকের ভাতিজা আবদুল হান্নান বলেন,  ‘‘আমার জেঠা ও জেঠির নিজেদের কোনো সন্তান নেই ৷  আবদুর রহিম নামের তাদের একটি পালক ছেলে আছে ৷ সে বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতেই থাকে ৷ একতলা ভবনের বাসায় জেঠা ও জেঠি ছাড়া আর কেউ থাকতো না ৷

 ‘‘রাতে ঘর থেকে দুর্গন্ধ বের হলে তাদের মৃত্যুর বিষয়টি লোকজন জানতে পারে ৷ পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘর থেকে তাদের গলিত লাশ দেখতে পায় ৷”

হান্নান আরও জানান, তার জেঠা আবুধাবী প্রবাসী ছিল ৷ প্রায় ১৫ বছর ধরে তিনি বাড়িতে আছেন ৷ কয়েক বছর থেকে পালক ছেলের সঙ্গে জেঠা ও জেঠির সম্পর্ক ভালো যাচ্ছিলো না৷ শাকচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান বলেন,  ‘‘বৃদ্ধ দম্পতির গলিত মৃতদেহ খাটের উপর পড়ে ছিলো ৷ ধারণা করা হচ্ছে, কেউ ঘরে প্রবেশ করে তাদের হত্যা করে পালিয়ে যায় ৷”

পুলিশ সুপার বলেন,  ‘‘গলায় কাপড় পেচানো অবস্থায় দুজনের লাশ খাটে উপর পড়ে ছিল ৷ মৃতদেহ অনেকটাই গলে গেছে ৷ চার থেকে পাঁচ দিন আগে শ্বাসরোধ করে কেউ তাদের হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে ৷  ‘‘বাড়ির গেটে তালা এবং দরজা ভেতর থেকে আটকানো থাকলেও ছাদের দরজা খোলা পাওয়া গেছে ৷ ঘর থেকে কোনো জিনিসপত্র খোয়া গেছে কিনা দেখা হচ্ছে ৷”

সিআইডির সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে ৷ হত্যাকাণ্ডের কারণ তদন্ত করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান