মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন
১৩ ডিসেম্বর ২০১৬এক্সন মোবিলের প্রধান নির্বাহী হিসেবে বিশ্বের অনেক দেশের সঙ্গেই যোগাযোগ আছে টিলারসনের৷ বিশেষ করে রাশিয়া তথা পুটিনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা রয়েছে৷ জ্বালানি খাতে সহযোগিতার স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে তাঁকে রাশিয়া সরকারের ‘অর্ডার অফ ফ্রেন্ডশিপ’ খেতাব দেয়া হয়৷
রাশিয়ার সঙ্গে এই সম্পর্কের কারণেই টিলারসনের পররাষ্ট্রমন্ত্রী হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করছেন অনেকে৷ এর মধ্যে রিপাললিকান দলের রাজনীতিকরাও আছেন৷ তবে ট্রাম্পের ট্রানজিশন দলের এক কর্মকর্তা বলছেন, রিপাবলিকান সরকারের সাবেক দু'জন পররাষ্ট্রমন্ত্রী – জেমস বেকার ও কন্ডোলিৎসা রাইস এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস টিলারসনের ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন৷
রাশিয়া নির্বাচন প্রভাবিত করেছে?
মার্কিন নির্বাচনে ট্রাম্পের জয়লাভের ব্যাপারে রাশিয়া সহায়তা করেছে বলে খবর প্রকাশিত হয়েছে৷ ওয়াশিংটন পোস্টে সপ্তাহান্তে প্রকাশিত একটি প্রতিবেদন বলছে, রুশ হ্যাকাররা শুধু ডেমোক্র্যাটিক দলের সার্ভারই নয়, রিপাবলিকান দলের সার্ভারেও প্রবেশ করেছে৷ ফলে মার্কিন গোয়েন্দারা এখন দাবি করছেন, রাশিয়া শুধু হিলারি ক্লিন্টন আর মার্কিন গণতন্ত্রেরই ক্ষতি করতে চায়নি, বরং তথ্যপ্রমাণ বলছে, সাইবার হামলার মাধ্যমে রাশিয়া ট্রাম্পের জয়ে সহায়তা করেছে৷
এই অভিযোগ নিয়ে তদন্তের ব্যাপারে সমর্থন জানিয়েছেন কয়েকজন শীর্ষস্থানীয় সেনেটর৷ তাঁদের মধ্যে রিপাবলিকানরাও আছেন৷ তবে ট্রাম্প এই অভিযোগকে ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছেন৷ এক টুইটে তিনি বলেছেন, ‘‘আপনি চিন্তা করতে পারেন, নির্বাচনের ফল যদি উল্টো হত, আর আমরা রাশিয়া/সিআইএ কার্ড খেলতে চাইতাম তাহলে তাকে ষড়যন্ত্র বলা হতো৷’’
রাশিয়াও নির্বাচনকে প্রভাবিত করার মার্কিন অভিযোগকে ‘একেবারে ভিত্তিহীন’ বলেছে৷ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই অভিযোগকে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যকার দ্বন্দ্ব বলে আখ্যায়িত করেছেন৷
জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)