টুইটারে তিন কন্যাকে অভিনন্দন জানানোর হিড়িক
৮ মে ২০১৫বাংলাদেশের সংবাদমাধ্যমও খুব গুরুত্ব দিয়ে পরিবেশন করেছে খবরটি৷
অনেক পাঠকের কাছেই রুশনারা, রূপা এবং টিউলিপের ব্রিটেন জয় দিনের সবচেয়ে বড় খবর৷
প্রত্যাশিতভাবেই দ্বিতীয়বারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হয়েছেন সিলেটের মেয়ে রুশনারা আলী৷ বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে লেবার পার্টির প্রার্থী রুশনারা জিতেছেন ২৪ হাজার ভোটের ব্যবধানে৷
উত্তর-পশ্চিম লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে জিতেছেন লেবার পার্টির আরেক বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক৷ তিনি পেয়েছেন ২২ হাজার ২ ভোট আর কনজারভেটিভ পার্টির প্রার্থী এনজি ব্রে পেয়েছেন ২১ হাজার ৭০১ ভোট৷
টুইটারে তাঁকেও অভিনন্দন জানানোর হিড়িক৷
লন্ডনের হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লেবার পার্টির প্রার্থী টিউলিপ জয়ী হয়েছেন৷ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার মেয়ে বলে টিউলিপ শুরু থেকেই ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে৷ হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আসনটিতে৷ টিউলিপ পেয়েছেন ২৩ হাজার ৯৭৭ ভোট৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সায়মন মার্কাস পেয়েছেন ২২ হাজার ৮৩৯ ভোট৷
সংকলন: আশীষ চক্রবর্ত্তী
সম্পাদনা: দেবারতি গুহ