টিআইবি
২০ নভেম্বর ২০১২গত ১৪ই অক্টোবর প্রকাশ করা টিআইবি'র এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের ৯৭ ভাগ সংসদ সদস্য আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত৷ এর পর থেকেই এ নিয়ে তোলপাড় চলছে৷ তথ্য মন্ত্রণালয় এরই মধ্যে এই গবেষণার যথার্থতা নিয়ে টিআইবির কাছে ৩১টি প্রশ্ন পাঠিয়ে তার জবাব চেয়েছে৷ এবং টিআইবিও তা দিয়েছে৷ আর সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে টিআইবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং তাদের কার্যক্রম বন্ধের দাবি জানান শাসক দলের সংসদ সদস্যরা৷ সংসদে এ নিয়ে কথা বলেন শেখ ফজলুল করিম সেলিম এবং তোফায়েল আহমেদসহ কয়েকজন সংসদ সদস্য৷
আর স্পিকার আব্দুল হামিদ তাদের বক্তব্যের সঙ্গে একমত হয়ে এ ব্যাপারে শিগগিরই একটি রুলিং দেয়ার কথা বলেন৷ এর জবাবে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, তাদের গবেষণার উদ্দেশ্য সংসদকে কার্যকর করা৷ তাদের গবেষণা স্বচ্ছ এবং মানসম্পন্ন৷
তিনি বলেন, সংসদ চাইলে গণতান্ত্রিকভাবে টিআইবি'র কার্যক্রম বন্ধ করে দিতে পারে৷ তবে সেক্ষেত্রে টিআইবিকে গণতান্ত্রিকভাবেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে৷