1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টিআইবি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২০ নভেম্বর ২০১২

বাংলাদেশে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআইবি বন্ধের দাবি করেছেন শাসক দলের সংসদ সদস্যরা৷ আর সংসদে এ ব্যাপারে রুলিং দেয়ার কথা বলেছেন স্পিকার৷

https://p.dw.com/p/16lix
A Bangladeshi laborer sweeps the pavement outside the national parliament building in Dhaka, Bangladesh, Friday, April. 6, 2007. Bangladesh's national elections, already delayed amid deadly violence over allegations of ballot-rigging will not be held for at least a year and a half, the top election official in the military-backed interim government said. (ddp images/AP Photo/Pavel Rahman)
ছবি: AP

গত ১৪ই অক্টোবর প্রকাশ করা টিআইবি'র এক গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের ৯৭ ভাগ সংসদ সদস্য আইন বহির্ভূত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত৷ এর পর থেকেই এ নিয়ে তোলপাড় চলছে৷ তথ্য মন্ত্রণালয় এরই মধ্যে এই গবেষণার যথার্থতা নিয়ে টিআইবির কাছে ৩১টি প্রশ্ন পাঠিয়ে তার জবাব চেয়েছে৷ এবং টিআইবিও তা দিয়েছে৷ আর সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদের অধিবেশনে টিআইবির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং তাদের কার্যক্রম বন্ধের দাবি জানান শাসক দলের সংসদ সদস্যরা৷ সংসদে এ নিয়ে কথা বলেন শেখ ফজলুল করিম সেলিম এবং তোফায়েল আহমেদসহ কয়েকজন সংসদ সদস্য৷

আর স্পিকার আব্দুল হামিদ তাদের বক্তব্যের সঙ্গে একমত হয়ে এ ব্যাপারে শিগগিরই একটি রুলিং দেয়ার কথা বলেন৷ এর জবাবে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে বলেন, তাদের গবেষণার উদ্দেশ্য সংসদকে কার্যকর করা৷ তাদের গবেষণা স্বচ্ছ এবং মানসম্পন্ন৷

তিনি বলেন, সংসদ চাইলে গণতান্ত্রিকভাবে টিআইবি'র কার্যক্রম বন্ধ করে দিতে পারে৷ তবে সেক্ষেত্রে টিআইবিকে গণতান্ত্রিকভাবেই আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য