সাংসদদের ‘আসল চেহারা’
১৫ অক্টোবর ২০১২টিআইবি সরকারি এবং বিরোধী দল মিলিয়ে মোট ১৪৯ জন সংসদ সদস্যের ওপর তাদের গবেষণা চালায়৷ তাতে দেখা যায় ৫৩.৫ ভাগ সংসদ সদস্য বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত৷ আর ফৌজদারী মামলা রয়েছে ২৪.১ ভাগ সংসদ সদস্যের বিরুদ্ধে৷ টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান ডয়চে ভেলেকে জানান, সরকারী বা বিরোধী সব দলের সংসদ সদস্যদের ব্যাপারেই স্থানীয় পর্যায়ে সমান অভিযোগ পাওয়া গেছে৷ তারা স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কাজসহ সব ধরণের কাজে প্রভাব বিস্তার করতে যেয়ে অপরাধে জড়িয়ে পড়ছেন৷
তিনি জানান, স্থানীয় পর্যায়ের উন্নয়নের জন্য পরিকল্পনা এবং বরাদ্দে সংসদ সদস্যদের ভূমিকা থাকবে এটাই স্বাভাবিক৷ তবে বাস্তবায়নের দায়িত্ব স্থানীয় সরকার এবং স্থানীয় প্রশাসনের, এটি সংসদ সদস্যদের বুঝতে হবে৷ এজন্য সুনির্দিষ্ট বিধিমালাও প্রণয়ন করতে হবে৷
ড. ইফতেখার বলেন, তারা দেখতে পেয়েছেন চলতি সংসদের ৮০ ভাগ অধিবেশন বর্জন করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা৷ এতে সংসদ তার কার্যকারিতা হারায়৷ তাই সংসদকে কার্যকর করতে তারা আইন প্রণয়নের দাবী করেছেন৷ যেন দলীয়ভাবে ৩০ দিন এবং ব্যক্তিগতভাবে ৭ দিনের বেশি সংসদে অনুপস্থিত থাকা না যায়৷
টিআইবি'র গবেষণায় দেখা গেছে সংসদ সদস্যদের জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অর্ধেকের নীচে নেমে গেছে৷ তবে সাধারণ মানুষের সঙ্গে যোগোযোগ রাখার ক্ষেত্রে বিরোধী দলীয় সংসদ সদস্যরা এগিয়ে আছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: রিয়াজুল ইসলাম