‘দুই নেত্রীর দ্বন্দ্বই প্রধান বাধা’
১৫ সেপ্টেম্বর ২০১২অন্যদিকে মহাজোট সরকারের বিরুদ্ধেই আন্দোলনে নামছে তাদের বাম শরিকরা৷
জাতীয় সংসদের কার্যকারিতা এবং মুক্ত গণতন্ত্র নিয়ে টিআইবি আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে৷ সংবাদ সম্মেলনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের প্রধান দুই দলের দুই নেত্রীর বিরোধই গণতন্ত্রের পথে প্রধান বাধা৷
আর টিআইবি'র ট্রাস্টি বোর্ডের প্রধান অ্যাডভোকেট সুলতানা কামাল বলেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজন স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশন৷ কোন ধরনের সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হল তা মুখ্য নয়৷
এদিকে ক্ষমতাসীন মহাজোট সরকারের শরিকদের মধ্যে বিদ্রোহের আলামত স্পষ্ট হচ্ছে৷ মহাজোটের অংশীদার ওয়ার্কার্স পার্টির প্রধান রাশেদ খান মেনন এমপি জানিয়েছেন, দ্রব্যমূল্য, বিদ্যুতের দাম বৃদ্ধি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মহাজোটের ৫টি শরিক দলসহ ৭টি দল ১৯শে সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের কর্মসূচি দিয়েছে৷
তারা মহাজোট থেকে বেরিয়ে যাচ্ছেন কিনা এমন প্রশ্নের জবাবে মেনন বলেন, সরকারের ভালো কাজের প্রশংসার সঙ্গে খারাপ কাজের সমালোচনাও করতে হবে৷ আর ভবিষ্যতই বলে দেবে তারা জোটে থাকবেন কিনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: হোসাইন আব্দুল হাই