1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাকসনের স্মরণসভা মঙ্গলবার

৩ জুলাই ২০০৯

সপ্তাহ পেরিয়ে গেলেও পপ সুপারস্টার মাইকেল জ্যাকসনের মৃত্যুর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি৷

https://p.dw.com/p/IgZb
ছবি: picture-alliance / dpa

তবে তাঁর স্মরণঅনুষ্ঠান কোথায় হবে, এ নিয়ে পরিবারের মধ্যে যে একরকম গোলমেলে কান্ড চলছিল আপাত দৃষ্টিতে আপাতত তার একটা হিল্লে হয়েছে৷ এক বিবৃতিতে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী মঙ্গলবার ২০ হাজার মানুষের উপস্থিতিতে লস এঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে হবে এ অনুষ্ঠান৷ অনুষ্ঠানের ১১ হাজার টিকিট বিতরণ করা হবে মাইকেল জ্যাকসনের ভক্তদের মাঝে৷ তবে তার বিনিময়ে ভক্তদের কোনো টাকা দিতে হবে না৷

নিখরচায় টিকিট প্রাপ্তির সম্ভাবনায় ভক্তদের মাঝে সামান্য আনন্দ-হিল্লোল বয়ে যেতেই পারে৷ তবে বাস্কেটবল ক্লাব ‘লস এঞ্জেলেস লেকার্স' আর ‘ক্লিপার্স'এর শহরে গিয়ে তাদের একেবারে নিশ্চিন্তে ‘পপ কিং'কে স্মরণ করার উপায় নেই৷ জ্যাকসনের সাবেক স্ত্রী ডেবি রো গোঁ ধরেছেন, বড় দুই সন্তানের ভরনপোষনের অধিকার তাকে দিতে হবে৷ ১২ বছরের প্রিন্স মাইকেল আর সবে ১১-য় পা দেয়া প্যারিসের প্রতি মায়ের অধিকার পালনের সুযোগ আদায় করতে আদালতে যাওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন তিনি৷ জ্যকসন অবশ্য উইলে এ অধিকার শুধু তাঁর মা ক্যাথেরিন জ্যাকসনকেই দিয়ে গেছেন৷ সে অনুযায়ী ‘অস্থায়ী অভিবাবিকা'-র আইনী স্বীকৃতি নিয়ে ক্যাথেরিনই দেখভাল করছেন প্রিন্স মাইকেল, প্যারিস আর প্রিন্স মাইকেল টু-এর৷ আদালতের সিদ্ধান্তে আপাতত একটা ব্যবস্থা হলেও ডেবি রো-র ঘোষণা জ্যাকসন ভক্তদের একটু ভাবনায় ফেলেছে৷ ‘এমজে'-র সন্তানদের নিয়ে টানাটানি বন্ধ না হওয়া পর্যন্ত এ ভাবনা দূর হবার নয়৷

USA Michael Jackson Neverland Flash-Galerie
ভক্তদের কান্ডছবি: AP

আইনজীবীরা বলছেন, আদালতে ডেবি রো যদি দেখাতে পারেন '৯৯-এর পর যদিও মাইকেল জ্যাকসনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল না, তারপরও এতদিন তিনি সন্তানদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এসেছেন, তাদের সঙ্গে প্রায়ই দেখা করতে যেতেন, তাহলে প্রিন্স মাইকেল আর প্যারিসের ভরণপোষনের অধিকার তিনি পেয়ে যেতে পারেন৷ কিন্তু আশপাশ থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে সেরকম হওয়ার সম্ভাবনা খুবই কম৷ জ্যাকসন পরিবারের ঘনিষ্ঠ জনদের কেউ কেউ বলছেন, গত ১০ বছরে একবারও হোম্বলি হিলসের বাড়িতে পা রাখেননি ডেবোরা রো৷

হোম্বলি হিলসের ওই বাড়িতে থাকার জন্য ভাড়া হিসেবে প্রতি মাসে ১ লক্ষ ডলার গুণতে হতো মাইকেল জ্যাকসনকে৷ তাঁর স্মৃতিবিজড়িত এ বাড়ি এখন কিনে নিতে চাইছেন ফরাসী ফ্যাশন মুঘল ক্রিস্চিয়ান অডিজিয়ের৷ কিনতে চান জ্যাকসনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই৷ এজেন্ট মারফত অডিজিয়ের জানিয়েছেন, লসএঞ্জেলেসের এই বাড়ি কিনতে পারলে তা তিনি মাত্র ৫০ বছর বয়সে মারা যাওয়া পপ-সম্রাটের অগণিত ভক্তের জন্য খুলে দেবেন৷

এদিকে পরিবার লস এঞ্জেলেসে গণস্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত নিলেও মাইকেল জ্যাকসনের বড় ভাই জারমেইন জ্যাকসন বলেছেন, স্মরণসভাটি নেভারল্যান্ডে হলেই তিনি খুশি হতেন৷ এক টিভি চ্যানেলকে তিনি জানিয়েছেন, মাইকেল জ্যাকসনের শৈশব কেটেছে এখানেই, তাই সেই স্মৃতিকে গুরুত্ব দিতে পারলে তার বেশি ভালো লাগতো৷

একটু বেশি প্রত্যন্ত অঞ্চল বলে সেখানে অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা বাতিল করা হয়েছে৷ লস এঞ্জেলেসে স্মরণ সভা আয়োজনের ঘোষণা দেয়ার দিনে চকমও দিয়েছে জ্যাকসন পরিবার৷একটা ভিডিও প্রকাশ করা হয়েছে৷ মৃত্যুর ঠিক দু'দিন আগে স্ট্যাপলস সেন্টারের রিহার্সেলে ধারণ করা ওই ভিডিও চিত্রে খুব স্বচ্ছন্দে নাচতে দেখা গেছে মাইকেল জ্যাকসনকে৷

প্রতিবেদক: আশীষ চক্রবর্ত্তী, সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান