Jacksons fight for control of children
২৯ জুন ২০০৯বিশেষ করে জ্যাকসনের তিন সন্তান আর সম্পত্তির ভবিষ্যৎ কী হবে এ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছেন তাঁরা৷
বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে লস এঞ্জেলেসের এক হাসপাতালে মারা যান মাইকেল জ্যাকসন৷ তারপর থেকেই চলছে মৃত্যুর কারণ নিয়ে নানান কথা-বার্তা৷ জ্যাকসন পরিবারের সদস্যরাও মত প্রকাশের ব্যাপারে খুব বেশি সুশৃঙ্খল ছিলেন না৷ তবে এখন থেকে পরিবারের বক্ত্যব্য যাতে যথাযথভাবে মিডিয়ার কাছে আসে তা নিশ্চিত করতে একজন আইনজীবী নিয়োগ করেছেন তাঁরা৷ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে একজনই তাঁদের হয়ে কথা বলবেন আর তিনি হলেন লন্ডেল ম্যাকমিলান৷ এদিকে জ্যাকসন পরিবারের উপদেষ্টা এবং আইনজীবীর দায়িত্ব পেয়েই ম্যাকমিলান জানিয়ে দিয়েছেন, মাইকেল জ্যাকসন (এমজে)-র দুই সাবেক স্ত্রীর ৩ সন্তান এবং তাঁর সম্পত্তির ভবিষ্যৎ নিয়ে পরিবার চিন্তিত৷ পরিবার মনে করে, তিন শিশু সন্তান তাদের দাদী ক্যাথেরিন জ্যাকসনের কাছে থাকলেই সবদিক থেকে ভালো৷ ম্যাকমিলান আরো জানান, তাদের দেখভাল করার অধিকার পাওয়ার জন্য ক্যাথেরিন আদালতের স্মরণাপন্ন হওয়ার কথা ভাবছেন৷ বাবার মৃত্যুর পর থেকে বাচ্চা তিনটি দাদী ক্যাথেরিনের কাছেই রয়েছে৷
এদিকে সম্পত্তি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জ্যাকসন পরিবারের সদস্যরা৷ লন্ডেল ম্যাকমিলানের মাধ্যমেই তাঁরা জানিয়েছেন, এমজে-র সম্পত্তির উইল এখনো তাঁদের দেখতে দেয়া হয়নি৷ বিষয়টি নিয়ে তাঁরা চিন্তিত৷ পরিবারের সদস্যরা চান, কোনো উইল থেকে থাকলে তা তাঁদের দেখানো হোক আর না থাকলে আইন অনুযায়ী সমস্ত সম্পত্তির অধিকার যাতে জ্যাকসনের নিকটতম আত্মীয় পায় সে উদ্যোগ নেয়া হোক৷
সম্পত্তি আর সন্তানদের নিয়ে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি এম জে'র মৃত্যুর কারণ জানার চেষ্টাও চালিয়ে যাচ্ছে জ্যাকসন পরিবার৷ ময়নাতদন্তের জন্য আগেই একজন প্যাথোলজিস্ট অর্থাৎ রোগবিজ্ঞানীর নিয়োগ দিয়েছেন তাঁরা৷তবে মাইকেল জ্যাকসনের মৃত্যুর আগে তাঁকে ব্যথানিরোধক ইনজেকশন দিয়েছিলেন -- এমন খবরের সত্যতা অস্বীকার করেছেন জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে৷ জ্যাকসন পরিবারকে আলাদা ময়না তদন্ত করার পরামর্শ তিনিই দিয়েছিলেন, উকিলের মাধ্যমে এ দাবি করে তিনি আরো জানিয়েছেন, এমজে-কে ডেমারোল বা অক্সিকোন্টিন দেয়ার খবর পুরোপুরি ভিত্তিহীন৷ মারেকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদ করে পুলিশও বলেছে, পপ মহাতারকার ব্যক্তিগত চিকিৎসককে সন্দেহ করার কোনো কারণ এবারও তারা খুঁজে পাননি৷
এদিকে মাইকেল জ্যাকসনের ভক্তরা এখনো বিশ্বের নানা জায়গায় শোক প্রকাশ করে চলেছেন৷ লস এঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়ামে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শোক জানিয়েছেন আফ্রিকান-আমেরিকান সঙ্গীত জগতের তারকা শিল্পীরা৷সেখানে হিপ-হপের মোঘল হিসেবে পরিচিত সন ডিডি কম্ব্স বলেছেন, ‘এই মানুষটি (জ্যাকসন) ছিল সবার সেরা৷বারাক ওবামা যে আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন তার পেছনে জ্যাকসনেরও অবদান রয়েছে৷আফ্রিকান-আমেরিকানদের প্রতি সারা বিশ্বের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের কাজ তাঁর মাধ্যমেই শুরু হয়েছিল৷'
প্রতিবেদক : আশীষ চক্রবর্ত্তী, সম্পাদনা: আব্দু্ল্লাহ আল-ফারূক