জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক আপাতত সন্দেহের বাইরে
২৯ জুন ২০০৯মাইকেল জ্যাকসনের মৃত্যুর পেছনে কোন ধরণের মাদক রয়েছে কিনা এ সন্দেহ সৃষ্টি হয়েছে তার মৃত্যুর পরপরই৷ তার ওপর বাতাসে খবর ছড়িয়ে পড়েছিলো যে তার মৃত্যুর আগে তার ব্যক্তিগত চিকিৎসক নাকি এমন ওষুধ দিয়েছিলেন যা জ্যাকসন সইতে পারেননি৷ এমন ধরণের নানা গুজবের ডালপালা ছড়াতেও বেশী সময় লাগেনি৷ জ্যাকসনের মৃত্যুর জন্য তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারে দায়ী এমন ধারণাও জন্ম নিতে শুরু করেছিলো তার সমর্থকদের মনে৷ শনিবার লস এঞ্জেলেস পুলিশ বিভাগ ডেকে পাঠান কার্ডিওলজিস্ট ড. কনরাড মারেকে৷ টানা তিন ঘন্টার জিজ্ঞাসাবাদ চলে তদন্তকারী কর্মকর্তাদের সামনে৷ মাত্র কিছুদিন আগে জ্যাকসন তাকে নিয়োগ দেওয়ায় কনরাড মারের প্রতি সন্দেহটাও ছিলো বেশি৷ তবে লস এঞ্জেলেস পুলিশ জানিয়ে দিয়েছে আপাতত সন্দেহের বাইরে রয়েছেন কনরাড মারে৷ পুলিশ বিভাগের মুখপাত্র নরমা আইজেনম্যান বলেছেন, সন্দেহের কারণে নয়, কিছু ব্যাপারে জানার জন্যই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ এদিকে কনরাড মারে ইতিমধ্যেই এসব ঝামেলা মোকাবিলা করার জন্য আইনজীবী নিয়োগ দিয়েছেন৷ তার আইনজীবী এডওয়ার্ড চেরনফ জানিয়েছেন মারে যখন জ্যাকসনকে বিছানায় দেখতে পান তখন তার নাড়ির স্পন্দন খুব মৃদু ছিলো৷ জ্যাকসন আর তখন নিঃশ্বাস নিচ্ছিলেন না৷ চেরনফ দাবি করেন যে কনরাড মারে জ্যাকসনকে ডেমেরোল কিংবা অক্সিকোনটিন ড্রাগ দেননি৷
দ্বিতীয় ময়না তদন্ত সম্পন্ন
লস এঞ্জেলেস টাইমস জানিয়েছে যে মাইকেল জ্যাকসনের দ্বিতীয়বারের মত ময়না তদন্ত সম্পন্ন হয়েছে৷ ময়না তদন্তের জন্য জ্যাকসনের পরিবার একজন প্যাথোলজিস্টকে নিয়ে আসেন৷ এর আগে খবর বের হয়েছিল যে জ্যাকসনের পরিবার স্বাধীন ময়না তদন্ত চান৷ তবে দ্বিতীয় ময়না তদন্তের ফলাফল কি হয়েছে সে ব্যাপারে কিছু বলতে পারেনি লস এঞ্জেলেস টাইমস৷ জ্যাকসন পরিবারের আইনজীবী লন্ডেল ম্যাকমিলান জানিয়েছেন যে ময়না তদন্তের পর আরো অনেক কিছু জানা যাবে৷ এর আগে শুক্রবার লস এঞ্জেলেস করোনার অফিস জানিয়েছিলো যে জ্যাকসনের মৃত্যুর পেছনে কোন খারাপ কারণ পাওয়া যায়নি৷ এদিকে জ্যাকসনের শেষকৃত্যের বিষয়টি এখনও নিশ্চিত করা হয়নি তার পরিবারের পক্ষ থেকে৷ তবে মনে করা হচ্ছে ‘‘নেভারল্যান্ড''-এই তাকে সমাহিত করা হবে৷ ইতিমধ্যে জ্যাকসনের তিন ভাই জায়গাটি পরিদর্শন করেছেন৷
প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী