জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার দায় থেকে রেহাই পেতে পারেন না: শেখ হাসিনা
১৭ আগস্ট ২০১১শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের রক্ষায় আইন প্রণয়ন এবং বিদেশে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের পুনর্বাসন করেছেন জিয়া৷ আর তার স্ত্রী খালেদা জিয়া শোক দিবসকে নিজের জন্মদিন বানিয়ে উল্লাস প্রকাশ করছেন৷
জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের আলোচনা সভায় মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর খুনীদের রক্ষার সব ব্যবস্থা করেছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান৷ শুধু তাই নয়, তাদের দেশে-বিদেশে পুনর্বাসন করে বিচারের পথও বন্ধ করা হয়েছিল৷ অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করে সে খুনীদের পুরস্কৃত করেছিল৷ তাই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার দায় থেকে রেহাই পেতে পারেন না৷
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া তার স্বামী জিয়াউর রহমানের পথই অনুসরণ করছেন৷ সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দিনটিকে তিনি তার জন্মদিন হিসেবে পালন করছেন৷ তিনি শোকের দিনে উল্লাস প্রকাশ করছেন৷ খুনীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্যই ১৯৯৩ সালে তিনি তার নতুন জন্মদিন আবিষ্কার করেন৷
প্রধানমন্ত্রী বিএনপি তথা খালেদা জিযার শাসনামলের কঠোর সমালোচনা করে বলেন, তাদের সময়ই দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদের উত্থান হয়৷ দেশে আইন-শৃঙ্খলার চরম অবনতি ঘটে৷
তিনি আরো বলেন, জিয়াউর রহমান যুদ্ধাপরাধীদেরও ক্ষমা করে দিয়েছিলেন৷ কিন্তু তাতে কোন কাজ হবেনা৷ বঙ্গবন্ধুর খুনীদের যেমন রক্ষা করা যায়নি৷ তেমনি যুদ্ধাপরাধীরাও রেহাই পাবেনা৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন