1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানিতে ন্যাটোর ঘাঁটিতে বাড়তি সতর্কতা

২৩ আগস্ট ২০২৪

সন্ত্রাসী হামলার আশঙ্কায় জার্মানিতে ন্যাটোর এক বিমান ঘাঁটিতে সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে৷ ইউক্রেনের জন্য সামরিক সহায়তার কারণে জার্মানিতে সামরিক স্থাপনার ঝুঁকি বেড়ে গেছে বলে মনে করা হচ্ছে৷

https://p.dw.com/p/4jot4
এওয়্যাক্স বিমানে চড়ার প্রস্তুতি নিচ্ছেন ক্রুরা
ন্যাটোর বিমানঘাঁটিতে ন্যাটোর ‘এওয়্যাক্স’ নজরদারি বিমান মোতায়েন রয়েছেছবি: INA FASSBENDER/AFP

রাশিয়ার হামলার মুখে ইউক্রেনকে সক্রিয় মদত দেওয়া সত্ত্বেও পশ্চিমা জগত এখনো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়েনি৷ কিন্তু মৌখিক প্রতিবাদ ও হুমকির পাশাপাশি রাশিয়া সামরিক জোট ন্যাটোর বিরুদ্ধে নাশকতামূলক কার্যকলাপ চালানোর চেষ্টা করছে বলে সন্দেহ বাড়ছে৷ জার্মানির কোলন শহরের কাছে এক সামরিক ঘাঁটিতে এমন নাশকতার চেষ্টার পর সে দেশেই ন্যাটোর এক ঘাঁটির উপর ‘সম্ভাব্য হুমকি'-র মুখে নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ প্রায় এক সপ্তাহ আগে কোলোনের ঘাঁটির পানীয় জল স্থাপনার কাছে প্রাচীরে গর্ত আবিষ্কারের পর নাশকতার প্রচেষ্টা চালানো হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে৷

জার্মানির পশ্চিমে গাইলেনকিয়র্শেন শহরের কাছে ন্যাটোর বিমানঘাঁটি সম্ভাব্য হুমকির মুখে রয়েছে বলে গোয়েন্দা সূত্রে মনে করা হচ্ছে৷ ফলে সতর্কতার মাত্রা দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো হয়েছে, যা ‘চার্লি’ নামে পরিচিত৷ এর আওতায় পরিচালনার কাজে সরাসরি যুক্ত কর্মী ছাড়া বাকিদের বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে৷ সেই ঘাঁটিতে ন্যাটোর ‘এওয়্যাক্স’ নজরদারি বিমান মোতায়েন রয়েছে৷ সম্প্রতি অযাচিত এক ব্যক্তি সেখানে প্রবেশের চেষ্টা করেছিল৷ তবে সেটাই বর্তমান হুমকির কারণ কিনা, তা স্পষ্ট নয়৷ উল্লেখ্য, ২০২২ সালে ইউক্রেনের উপর রাশিয়ার হামলা শুরুর পর থেকেই জার্মানিতে সামরিক স্থাপনায় সতর্কতা অনেক বাড়ানো হয়েছে৷ গত এপ্রিল মাসে তদন্তকারীরা দুই রুশ-জার্মান ব্যক্তিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে৷ তারা ইউক্রেনের জন্য সামরিক সহায়তায় বাধা সৃষ্টি করতে জার্মানিতে হামলার ষড়যন্ত্র করছিল বলে সন্দেহ করা হচ্ছে৷ তদন্তকারীদের মতে, জার্মানিতে মার্কিন সামরিক ঘাঁটিও তাদের লক্ষ্যবস্তু ছিল৷

আখেন শহরের কাছে গাইলেনকিয়র্শেন ঘাঁটির এক মুখপাত্র জানিয়েছেন, ন্যাটোর বিরুদ্ধে সন্ত্রাসবাদী পদক্ষেপের আশঙ্কায় এমন সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ তবে এই মুহূর্তে দুশ্চিন্তার কোনো কারণ নেই৷ নিরাপদে গুরুত্বপূর্ণ কার্যকলার চালিয়ে যেতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে তিনি সন্দেহের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানি৷ বিমান ঘাঁটিতে পুলিশের উপস্থিতিও বাড়ানো হয়েছে৷

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান