1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
ডয়চে ভেলের সাংবাদিক শবনম সুরিতা৷
শবনম সুরিতাছবি: Philipp Böll/DW

শবনম সুরিতা

আগ্রহের বিষয়: সংস্কৃতি, রাজনীতি, দক্ষিণ এশিয়ার ইতিহাস, বাংলা ভাষা, আসাম, বাঙালিত্ব, বাংলা সংস্কৃতি, বরাক উপত্যকা, জার্মানি ও জার্মানিতে জীবন৷

শবনম সুরিতা ২০১৮ সাল থেকে ডয়চে ভেলের মাল্টিমিডিয়া সাংবাদিক হিসাবে কাজ করছেন। ডয়চে ভেলে অ্যাকাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শবনম কাজ করেন বাংলা ও কালচার, এই দুই টিমে৷

ভারতের উত্তর-পূর্বের শিলচরে জন্মানো শবনম সুরিতা ২০১৭ সালে সাউথ এশিয়ান স্টাডিজে পিএইচডি করার জন্য জার্মানিতে চলে আসেন।

২০১৮ সালে ডয়চে ভেলে বাংলায় যোগ দেন। ২০২৩ সালে ডয়চে ভেলের আন্তর্জাতিক সাংবাদিকতা প্রশিক্ষণ, বা 'ভোলো' সম্পন্ন করেন তিনি৷

ডয়চে ভেলের জনপ্রিয় ইউটিউব শো 'মিট দ্য জার্মানস'-এর সঞ্চালনা করেন শবনম৷ বর্তমানে, কালচার ও বাংলা, এই দুই বিভাগে কর্মরত৷

জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতাও আছে তার৷ তিনি অভিবাসন, সাংস্কৃতিক রাজনীতি এবং নাগরিকত্ব সম্পর্কিত বিষয়ে বেশ কয়েকটি একাডেমিক নিবন্ধ প্রকাশ করেছেন।

মাতৃভাষা বাংলা ও সিলেটিসহ শবনম ইংরেজি, জার্মান ও হিন্দি বলতে পারেন৷

স্কিপ নেক্সট সেকশন ফিচার প্রতিবেদনগুলো করেছেন শবনম সুরিতা

ফিচার প্রতিবেদনগুলো করেছেন শবনম সুরিতা

স্কিপ নেক্সট সেকশন প্রতিবেদন: শবনম সুরিতা

প্রতিবেদন: শবনম সুরিতা

আরো সংবাদ দেখান