জলবায়ু পরিবর্তন
১৬ মার্চ ২০১২অধ্যাপক ড. ফেরদৌসি বেগম জলবায়ু পরিবর্তনে নারীর ওপর কি প্রভাব পড়ছে তা নিয়ে কাজ করছেন অনেকদিন ধরে৷ তিনি ডয়চে ভেলেকে জানান, জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাবের প্রথম শিকারই হচ্ছেন নারীরা৷ আর তারাই হচ্ছেন একটি পরিবারের কেন্দ্রে অবস্থান করেন৷ তাকেই প্রথম যে কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে৷
একই রমক কথা বলেন সাবেক সংসদ সদস্য এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এশিয়ান ইন্সটিউটের সিনিয়র ফেলো হাসনা জে মওদুদ৷ তিনি বলেন, নারীর ওপরই প্রথম আঘাত হানে যে কোনো দুর্যোগ৷ আর তাতে পুরো পরিবার বিপর্যস্ত হচ্ছে৷
ড. ফেরদৌসি বেগম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে নারী তার আবাসস্থল হারাচ্ছে৷ সে হয়ে পড়ছে ঝড়া পাতার মত৷ মা তার সন্তানকে ঠিকমতো মানুষ করতে পারছেন না৷ যা সামাজিক সঙ্কটেরও সৃষ্টি করে৷ আর হাসনা জে মওদুদদ বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবর নারীরা বেশি বিপর্যস্ত হওয়ায় ভেঙে যাচ্ছে পরিবার৷
তাঁরা বলেন, নারী জলবায়ু পরিবর্তনের প্রভাবে বেশি ক্ষতিগ্রস্ত হলেও তাদের রক্ষায় তেমন কোনো উদ্যোগ নেই৷ নেই জলবায়ু পরিবর্তন সম্পর্কে তাদের সচেতন করার কোনো ব্যবস্থা৷
বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্ট্যাডিজ (বিআইপিএস) জলবায়ু পরিবর্তনে নারীর ওপর কি প্রভাব পড়ছে - তা নিয়ে কাজ করছে৷ এই দু'জন বিশ্লেষক সেখানে এক সেমিনারে বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নারীর নিরাপত্তা হুমকির মুখে৷ তাই নারীকে কেন্দ্রে রেখে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার সব পরিকল্পনা করতে হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ