‘জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা আশি লাখের বেশি'
২০ জানুয়ারি ২০১২জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির মুখে পড়া দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম৷ গত কয়েক বছরে বাংলাদেশ একাধিকবার বড় প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে৷ দেশের বিভিন্ন এলাকার পরিবেশেও বিরূপ প্রভাব দেখা যাচ্ছে৷ এই জলবায়ু পরিবর্তনের কারণে অনেক মানুষ নিজের আবাস ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে৷ এসিআর'এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাকারিয়া এই প্রসঙ্গে বলেন, ‘‘বাংলাদেশে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা নিয়ে বিভিন্ন গবেষক বিভিন্ন রকম সংখ্যা বলছে৷ সেগুলো মোটামুটি ষাট থেকে সত্তর লাখের মধ্যে৷ কিন্তু আমরা যে জরিপগুলো চালাচ্ছি, সেই জরিপ থেকে যেটা বেরিয়ে এসেছে সেটা হল, জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা ইতিমধ্যে আশি লক্ষ ছাড়িয়ে গেছে''৷
জাকারিয়া জানান, জলবায়ু উদ্বাস্তুদের জন্য বিভিন্ন বিদেশি সংগঠন বর্তমানে অ্যাডভোকেসি করছে, যাতে করে আন্তর্জাতিক পর্যায় থেকে বড় রকম সহায়তা পাওয়া যায়৷ তিনি বলেন, ‘‘বাংলাদেশের একশ বিলিয়ন ডলারের মত ক্ষতিপূরণ পাওয়ার কথা রয়েছে৷ কিন্তু ডারবানে এই বিষয়ে আলোচনা তেমন একটা আগায়নি৷ এছাড়া খুলনা এবং সাতক্ষীরায় ইউরোপীয় কমিশনসহ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা জলবায়ু উদ্বাস্তুদের কয়েকমাস ত্রাণ সহায়তা দিয়েছে৷ কিন্তু এই মুহূর্তে সেই ত্রাণ বন্ধ রয়েছে''৷
উল্লেখ্য, জলবায়ু উদ্বাস্তুদের নতুন আবাসন কিংবা তাদের জন্য নতুনভাবে জীবিকা নির্বাহের পথ তৈরি করে দিতে কাজ করছে এসিআর৷ সংস্থাটি জলবায়ু উদ্বাস্তুদের উপর জরিপ করেছে, তাদের গন্তব্য সম্পর্কে তথ্য সংগ্রহ করছে৷ জরিপের পর, জলবায়ু উদ্বাস্তুদের জন্য আবাসন, জমির ব্যবস্থাও করছে এসিআর৷
প্রতিবেদন: আরাফাতুল ইসলাম
সম্পাদনা: সঞ্জীব বর্মন