1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘জনশক্তি রপ্তানি খাত চরম বিপর্যয়ের মুখে পড়তে পারে’

৫ অক্টোবর ২০১২

আরব আমিরাত বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা বন্ধ করে দেয়ায় দেশের জনশক্তি রপ্তানি খাত চরম বিপর্যয়ের মুখে পড়বে বলে আশংকা৷ জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার মহাসচিব বলেন, তাঁরা কিন্তু আগেই সতর্ক করছিলেন৷

https://p.dw.com/p/16KRf
ছবি: dapd

বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে ৪৯ ভাগই আরব আমিরাতে বসবাস করেন৷ প্রতিদিন বাংলাদেশ থেকে গড়ে প্রায় ১ হাজার শ্রমিক যায় সে দেশে৷ তবে গত ঈদের আগে নানা অভিযোগে বাংলাদেশি শ্রমিকদের ভিসায় কড়াকড়ি আরোপ করে আরব আমিরাত৷ আর গতকাল থেকে সব ধরনের ভিসা বন্ধ করে দেয়া হয়েছে৷ বায়রার মহাসচিব আলি হায়দার চৌধুরী ডয়চে ভেলেকে জানান, তাঁরা সরকারকে আগেই এই পরিস্থিতির কথা জানিয়েছিলেন৷ কিন্তু সরকার তাদের তথ্য গ্রহণ না করে বরং চ্যালেঞ্জ করেছিল৷ আর তার ফলেই এই বিপর্যয়ের সৃষ্টি হলো৷

তিনি জানান, ‘‘সৌদি আরব, কুয়েত ও মালয়েশিয়ায় ৩/৪ বছর ধরে জনশক্তি রপ্তানি বন্ধ আছে৷ তাই আরব আমিরাতের জনশক্তির এই বাজার যদি বাংলাদেশ ফিরে না পায়, তাহলে জনশক্তি রপ্তানি খাতে ধ্বস নামবে৷ যা আমাদের অর্থনীতিতেও বিরূপ প্রভাব ফেলবে৷’’ তিনি এ জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও পররাষ্ট্রমন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর উদ্যোগ আশা করছেন৷

এদিকে আরব আমিরাতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে, এই নিষেধাজ্ঞা সাময়িক৷ শর্ত পূরণ হলেই আবার নতুন ভিসা দেয়া হবে৷ তবে সেখানে যে সব বাংলাদেশি আবাসিক ভিসায় আছেন, তাঁদের ভিসা নবায়ন করা হবে৷ আর বাংলাদেশের প্রবাসী কল্যাণ সচিব জানিয়েছেন, সমস্যা সমাধানে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে ইতিমধ্যেই৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ

Flüchtlinge aus Libyen an der tunesisch libyschen Grenze
বিদেশে কর্মরত বাংলাদেশিদের মধ্যে ৪৯ ভাগই আরব আমিরাতে বসবাস করেন...ছবি: AP
স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান