1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনশক্তি রপ্তানি

২৬ আগস্ট ২০১২

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হবে শিগগিরই৷ আর তা চূড়ান্ত করতে মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী আগামী মাসের প্রথম সপ্তাহেই ঢাকা আসছেন৷

https://p.dw.com/p/15wlx
ছবি: dapd

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে, মালয়েশিয়ায় লোক পাঠানো হবে সরকারীভাবে৷ তবে বেসরকারীভাবে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা এর বিরোধিতা করছে৷

মালয়েশিয়া বাংলাদেশের বড় শ্রমবাজার৷ ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত সেখানে দুই লাখ বাংলাদেশি শ্রমিক গিয়েছেন বৈধভাবে৷ তবে একই সময়ে তিনলাখ শ্রমিক গেছেন অবৈধভাবে৷ এ কারণে বাংলাদেশে থেকে মালয়েশিয়া জনশক্তি নেয়া বন্ধ করে দেয়৷ পরে অবশ্য জোর কূটনৈতিক তৎপরতায় ২ লাখ ৮৭ হাজার অবৈধ বাংলাদেশিকে বৈধতা দিয়েছে মালয়েশীয় সরকার৷ আর নতুন করে জনশক্তি নেয়ার ব্যাপারেও তারা সম্মত হয়েছে৷ সেকারণেই আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসছেন মালয়েশিয়ার মানব সম্পদমন্ত্রী৷ বাংলাদেশের প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, এবার শুরুতে মালয়েশিয়ায় লোক পাঠানো হবে সরকারি উদ্যোগে৷ যাতে কেউ প্রতারণার শিকার না হন৷ আর এ দায়িত্ব পালন করবে সরকারি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান বোয়েসেল৷

তবে যখন পুরোপুরি একটি ভাল প্রক্রিয়া দাঁড়িয়ে যাবে তখন বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের সুযোগ দেয়া যেতে পারে৷ সেক্ষেত্রে তারা সরকার নির্ধারিত ফি'র বাইরে শতকরা ১০ ভাগ ব্যবস্থাপনা খরচ নিতে পারবেন৷

কিন্তু বেসরকারি জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি শাহাজালাল মজুমদার দাবি করেন সরকারি উদ্যোগে মালয়েশিয়ায় লোক পাঠানোর উদ্যোগ সফল হবেনা৷ এর আগে আরো কয়েকটি দেশে লোক পাঠাতে এধরনের উদ্যোগ নেয়া হয়েছিল, কিন্তু তা সফল হয়নি৷

তাঁর মতে মালয়েশিয়ার শ্রমবাজার ধরতে হলে বায়রার সদস্যদের জনশক্তি রপ্তানির কাজে যুক্ত করতে হবে৷ কেউ প্রতারণা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তো কোন বাধা নেই৷

তবে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেছেন, এবার কম খরচে প্রতারণামুক্তভাবে মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানিতে দৃষ্টান্ত স্থাপন করতে চায় সরকার৷ তাই সরকারি ব্যবস্থাপনার বাইরে আপাতত অন্য কোনভাবে মালয়েশিয়ায় লোক পাঠানোর কথা ভাবছেন না তারা৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য