শ্রমিক নেয়া বন্ধ করলো সংযুক্ত আরব আমিরাত
২৪ আগস্ট ২০১২নতুন ভিসা ইস্যু ও পুরানো শ্রমিকদের ভিসা নবায়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত৷ ফলে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা উত্কণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন৷ সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাতই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার৷ প্রতি বছর তিন লাখেরও বেশি কর্মী সেখানে কাজের জন্য যেতেন৷
কিন্তু বৃহস্পতিবার থেকে দুবাই ইমিগগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশিদের নামে ভিসা ইস্যু বন্ধ করে দেয়৷ সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকরা বিষয়টিকে সাময়িক সমস্যা বললেও, এতে উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেন জনশক্তি রপ্তানিকারকরা৷
প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই তারা সংযুক্ত আরব আমিরাতে প্রতিনিধি দল পাঠাবেন৷ তিনি বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন৷
হঠাৎ করেই আরব আমিরাতের ভিসা নবায়ন বন্ধ হওয়ায় বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন৷ প্রবাসীকল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান সাংবাদিকদের কাছে আরব আমিরাতে নতুন ভিসার আবেদন এবং পুরানোদের ভিসা নবায়নে জটিলতার বিষয়টি স্বীকার করেন৷ তিনি বলেন, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সেখানে বাংলাদেশের কূটনীতিকদের বিস্তারিত প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে৷ বাংলাদেশ গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি৷
জনশক্তি রপ্তানি বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে৷
জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাংলাদেশি নাগরিকরা ভিসা আবেদন করে হয়রানির শিকার হন৷ তাদের ভিসা না দিয়ে নতুন করে আবেদন করতে বলা হয়৷ এদিকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি শাহাজালাল মজুমদার বলেন, এখনই সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে৷ শিগগিরই সেখানে প্রতিনিধি দল পাঠানোরও অনুরোধ করেন তিনি৷
প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ