1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শ্রমিক নেয়া বন্ধ করলো সংযুক্ত আরব আমিরাত

২৪ আগস্ট ২০১২

তারা নতুন ভিসা ইস্যু না করার পাশাপাশি, পুরানো শ্রমিকদেরও ভিসা নবায়ন করছে না৷ প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন৷ উৎকন্ঠা প্রকাশ করেন জনশক্তি রপ্তানিকারকরা৷

https://p.dw.com/p/15w2J
ছবি: dapd

নতুন ভিসা ইস্যু ও পুরানো শ্রমিকদের ভিসা নবায়ন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরাত৷ ফলে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা উত্কণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন৷ সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরাতই ছিল বাংলাদেশের সবচেয়ে বড় শ্রম বাজার৷ প্রতি বছর তিন লাখেরও বেশি কর্মী সেখানে কাজের জন্য যেতেন৷

কিন্তু বৃহস্পতিবার থেকে দুবাই ইমিগগ্রেশন কর্তৃপক্ষ বাংলাদেশিদের নামে ভিসা ইস্যু বন্ধ  করে দেয়৷ সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকরা বিষয়টিকে সাময়িক সমস্যা বললেও, এতে উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করেন জনশক্তি রপ্তানিকারকরা৷

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই তারা সংযুক্ত আরব আমিরাতে প্রতিনিধি দল পাঠাবেন৷ তিনি বিষয়টিকে উদ্বেগজনক বলে উল্লেখ করেন৷

Flüchtlinge aus Libyen an der tunesisch libyschen Grenze
প্রতি বছর তিন লাখেরও বেশি কর্মী আরব আমিরাতে যান...ছবি: AP

হঠাৎ করেই আরব আমিরাতের ভিসা নবায়ন বন্ধ হওয়ায় বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করেন৷ প্রবাসীকল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান সাংবাদিকদের কাছে আরব আমিরাতে নতুন ভিসার আবেদন এবং পুরানোদের ভিসা নবায়নে জটিলতার বিষয়টি স্বীকার করেন৷ তিনি বলেন, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সেখানে বাংলাদেশের কূটনীতিকদের বিস্তারিত প্রতিবেদন পাঠাতে নির্দেশ দেয়া হয়েছে৷ বাংলাদেশ গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি৷

জনশক্তি রপ্তানি বিশ্লেষক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে৷

জানা গেছে, গত দুই সপ্তাহ ধরে আরব আমিরাতের বিভিন্ন এলাকায় বাংলাদেশি নাগরিকরা ভিসা আবেদন করে হয়রানির শিকার হন৷ তাদের ভিসা না দিয়ে নতুন করে আবেদন করতে বলা হয়৷ এদিকে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার সভাপতি শাহাজালাল মজুমদার বলেন, এখনই সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে হবে৷ শিগগিরই সেখানে প্রতিনিধি দল পাঠানোরও অনুরোধ করেন তিনি৷

প্রতিবেদন: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য