বাংলাদেশ থেকে পাঁচ লাখ শ্রমিক নেবে মালয়েশিয়া
১৬ জুন ২০১২মালয়েশিয়া ২০০৯ সাল থেকে বাংলাদেশি শ্রমিক নেয়া বন্ধ রেখেছে৷ তবে এই সময়ের মধ্যে সেখানে অবস্থানরত তিন লাখ অবৈধ শ্রমিকের প্রায় সকলকে বৈধতা দিয়েছে সে দেশের সরকার৷ এখন মালয়েশিয়ায় প্রায় পাঁচ লাখ বৈধ বাংলাদেশি শ্রমিক কাজ করছেন৷
প্রবাসী কল্যাণ সচিব ড. জাফর আহমেদ খান ডয়চে ভেলেকে জানান, শিগগিরই মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হচ্ছে৷ সেখানে পাঁচ লাখ বাংলাদেশি শ্রমিকের চাহিদা আছে৷ তবে সরকার চাইছে মালয়েশিয়া শ্রমিক নেয়ার ক্ষেত্রে বাংলাদেশকে ‘সোর্স কান্ট্রি' হিসেবে ঘোষণা করুক৷ যদি তাই হয় তাহলে বাংলাদেশি শ্রমিকরা অনেক কম খরচে সেখানে যেতে পারবেন৷ আর মালয়েশিয়ার প্রতিষ্ঠানগুলোও সরাসরি বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ করতে পারবে৷
তবে তিনি জানান, মধ্যস্বত্বভোগীরা এক্ষেত্রে বাধার সৃষ্টি করছে৷ কারণ বাংলাদেশ ‘সোর্স কান্ট্রি' হলে মধ্যস্বত্বভোগীরা বেশি টাকা নিতে পারবেন না৷ আর প্রতারকরাও করতে পারবেনা প্রতারণা৷
তিনি বলেন, মধ্যস্বত্বভোগীরা যতই চেষ্টা করুক না কেন, সরকার এবার এমন মনিটরিংয়ের ব্যবস্থা নেবে যাতে কেউ প্রতারণার সুযোগ না পায়৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ