গাদ্দাফি এখনো পলাতক, লিবিয়ার দায়িত্ব নিচ্ছে বিদ্রোহীরা
২৬ আগস্ট ২০১১শুক্রবারও দেশের বিভিন্ন প্রান্তে গাদ্দাফি বাহিনীর প্রতিরোধের খবর পাওয়া যাচ্ছে৷ এর মধ্যে গাদ্দাফির জন্মস্থান সির্তে শহর সবচেয়ে উল্লেখযোগ্য৷ বিদ্রোহীরা কার্যত শহরটি অবরোধ করে রেখেছে৷ হিংসা ছাড়াই শহরবাসীর উদ্দেশ্যে আত্মসমর্পণের ডাক দিয়েছে তারা৷ তবে ন্যাটোর ব্রিটিশ বিমান শহরে গাদ্দাফির বাংকার'এর উপর হামলা চালিয়েছে৷ এছাড়া টিউনিশিয়া সীমান্তে রাস জদির শহরে গাদ্দাফি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ ঘটেছে৷ গাদ্দাফি ও তাঁর পরিবারের সদস্যরা কোথায় আত্মগোপন করে রয়েছেন, তা এখনো স্পষ্ট নয়৷ বিদ্রোহীরা গাদ্দাফির মাথার দাম ১৭ লক্ষ ডলার স্থির করেছে৷ জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রধান অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন, তাকে যেন ঠাণ্ডা মাথায় হত্যা করা না হয়৷
নতুন প্রশাসনের তৎপরতা
বিদ্রোহীদের পরিষদ এবার বেনগাজি থেকে তাদের শাসনযন্ত্র রাজধানী ত্রিপোলিতে স্থানান্তর করছে বলে জানিয়েছে৷ তাদের বেশিরভাগ নেতা ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন৷ এনটিসি'র কর্মকর্তা আলি তারহুনি বলেন, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেই তাদের নেতা মুস্তফা আবদেল জলিল ত্রিপোলি পৌঁছবেন৷ তিনি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কিছু গুরুত্বপূর্ণ পদাধিকারীর নাম ঘোষণা করেন৷ গাদ্দাফির অনুগত বাহিনীর উদ্দেশ্যে তিনি আত্মসমর্পণের ডাক দেন৷ তারহুনি বলেন, আইনি পথেই তাদের প্রতি ন্যায্য আচরণ করা হবে৷ উল্লেখ্য, দেশে-বিদেশে প্রতিশোধমূলক হামলার বিষয়ে সাবধানবাণী শোনা যাচ্ছে৷ বিদ্রোহীরাও তাদের অনুগামীদের এবিষয়ে সতর্ক করে দিয়েছে৷
আন্তর্জাতিক স্বীকৃতি
বিদ্রোহীদের কূটনৈতিক স্বীকৃতির পথেও অগ্রগতির খবর পাওয়া যাচ্ছে৷ পশ্চিমা দেশগুলি ও আরব লিগ তাদের কর্তৃত্ব মেনে নিলেও আফ্রিকান ইউনিয়ন এতকাল নীরব ছিল৷ সামগ্রিকভাবে আফ্রিকা ও প্রতিষ্ঠান হিসেবে এইউ'র সঙ্গে গাদ্দাফির বিশেষ সম্পর্কের কথা কারো অজানা নয়৷ এইউ লিবিয়ার নতুন শাসকদের উদ্দেশ্যে রাজনৈতিক পট-পরিবর্তনের প্রক্রিয়ায় সব পক্ষকে সামিল করার ডাক দিয়েছে৷ এইউ সরাসরি বিদ্রোহীদের মেনে না নিলেও ইতিমধ্যে ২০টি সদস্য দেশ আলাদা করে নতুন প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বৃহস্পতিবারই বিদ্রোহীদের উদ্দেশ্যে সরকারি অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করতে ও উগ্রবাদীদের বিরুদ্ধে কড়া অবস্থান গ্রহণ করার ডাক দিয়েছিলেন৷ নতুন সরকার চালানোর জন্য যে অর্থের প্রয়োজন, তার যোগান নিশ্চিত করতে একের পর এক দেশ তাদের ভূখণ্ডে বাজেয়াপ্ত করা গাদ্দাফি প্রশাসনের অর্থ বিদ্রোহীদের হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করছে৷
প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক