1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাচার করা টাকা

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৩ নভেম্বর ২০১২

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেশে পাচার করা সাড়ে ১৩ কোটি টাকা দেশে ফিরিয়ে আনার ঘটনাকে হয়রানিমূলক বলে উল্লেখ করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব৷

https://p.dw.com/p/16oeT
ছবি: STRDEL/AFP/Getty Images

তিনি দুদক'কে সরকারের এজেন্ট বলে অভিহিত করেন৷ আর তথ্যমন্ত্রী বলেছেন খালেদা জিয়া তাঁর দুই পুত্রকে দুর্নীতিবাজ না বলে যে সার্টিফিকেট দিচ্ছেন তা দু:খজনক৷

বিএনপি ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়ার ছোট ছেলে কোকো একটি টেলিফোন কোম্পানির কাছ থেকে নেয়া ঘুষের টাকা সিঙ্গাপুরে পাচার করেছেন, এই অভিযোগ এনে দুদক কোকোর বিরুদ্ধে মামলা করে ২০০৯ সালে৷ এই মামলায় ইতিমধ্যেই কোকোসহ দুইজনের ছয় বছরের কারাদণ্ড এবং ৩৮ কোটি টাকা জরিমানা করেছে আদালত৷ আর বৃহস্পতবিবার সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক থেকে পাচার করা অর্থের একাংশ ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার বাংলাদেশে ফেরত এনেছে দুদক, যা ঢাকার একটি ব্যাংকে রাখা হয়েছে৷ আরো ৯ লাখ ৩২ হাজার মার্কিন ডলার ফেরত আনার প্রক্রিয়া শুরু হয়েছে৷ আর এই ঘটনার প্রতিক্রিয়ায় শুক্রবার বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুদক সরকারের এজেন্টে পরিণত হয়েছে৷ তারা বিরোধী দলের নেতাদের চরিত্র হননে নেমেছে৷

অন্যদিকে তথ্যমন্ত্রী হাসনুল হক ইনু বলেছেন বাংলাদেশের শীর্ষ নেতা-নেত্রীদের দুর্নীতির ব্যাপারে ‘জিরো টলারেন্স' দেখানো উচিত৷ কাউকে ছাড় দেয়ার মানসিকতা বাদ দিতে হবে৷ তাঁর মতে খালেদা জিয়া তাঁর দুই ছেলেকে দুর্নীতিবাজ না বলে যে সার্টিফিকেট দিচ্ছেন তা দু:খজনক৷

খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলেই চিকিৎসা জামিনে দেশের বাইরে গিয়ে আরে ফিরে আসেন নি৷ বড় ছেলে তারেক রহমানও একইভাবে দেশের বাইরে অবস্থান করছেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য