দেশে ফিরলে জেল খাটতে হবে কোকোকে
২৪ জুন ২০১১ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, অর্থ পাচারের মামলায় কোকোর কারাদণ্ডের রায় নিয়ে কিছু লোক বিভ্রান্তি ছড়াচ্ছে৷ তাঁকে পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতেই শাস্তি দেওয়া হয়েছে৷ তাই দেশে ফিরলেই তাঁকে জেলে যেতে হবে৷ আর অতিরিক্ত অ্যাটর্নি জনারেল এম কে রহমান বলেছেন, আপীল করতে হলে কোকোকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে হবে৷ আইন অনুযায়ী তিনি নিজের দেশের আদালতে আত্মসমর্পণ না করলে, তাঁর পক্ষে কেউ আপীল করতে পারবেনা৷
দিকে আজ এক সংবাদ সম্মেলনে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোকোর বিরুদ্ধে যে অভিযোগ - তাতে আইন অনুযায়ী মামলা কারার কথা বাংলাদেশ ব্যাংকের৷ কিন্তু মামলা করেছে দুদক৷ যা আইনের লঙ্ঘন৷ আর কোকো কোনভাবেই অর্থ পাচারের সঙ্গে জড়িত নয়৷ রাজনৈতিক উদ্দেশ্যে আদালকে প্রভাবিত করে একটি সাজানো মামলায় তাঁকে শাস্তি দেওয়া হয়েছে৷
এর জবাবে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কোকোর অর্থপাচারের ঘটনা প্রথম উদঘাটন করে এফবিআই৷ তাই একে সাজানো মামলা বলা মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়৷ কোকোর অপরাধের কারণে সিংগাপুরে প্রবাসী বাংলাদেশিদের মাথা হেট হয়েছে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: দেবারতি গুহ