কোকোর বিরুদ্ধে আদালতের রায়ের পর বিএনপির জোরালো প্রতিক্রিয়া
২৩ জুন ২০১১বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এ রায় হয়েছে৷ অন্যদিকে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতৃত্বে ৪ দলীয় জোট সরকারের আমলে দেশের বাইরে পাচার করা লুটপাট করা অর্থ দেশে ফেরত আনা হবে৷
কোকোর বিরুদ্ধে আদালত ৬ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের রায় শোনার পরপরই দলীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে বিএনপি৷ সেখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, একটি সাজানো মামলায় কোকোকে শাস্তি দেয়া হয়েছে৷ এর বিরুদ্ধে বিএনপি আইনি এবং রাজনৈতিক লড়াই চালিয়ে যাবে৷
এদিকে আদালত রায় ঘোষণার পরপরই আদালত প্রাঙ্গণে বিক্ষোভ এবং হট্টগোল করেন বিএনপি পন্থী আইনজীবীরা৷ কোকোর আইনজীবী সানাউল্লাহ মিয়া এই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিহিত করে এর বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন৷
তবে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, অর্থ পাচারের ঘটনা প্রথম চিহ্নিত করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারা মামলার অনুরোধ করে৷ এর মধ্যে কোন রাজনীতি নেই৷ আদালত পাচার হওয়া ২০ কোটি টাকা ফেরত দেয়ারও আদেশ দিয়েছেন৷
এদিকে ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামাত জোট সরকারের আমলে দেশের বাইরে পাচার হওয়া লুটপাটের অর্থ দেশে ফেরত এনে জনগণের কল্যাণে ব্যয় করা হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন